ইসরো বুধবার আরও একটি স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে

সম্প্রতি উৎক্ষেপণ হয়েছে 'কাৰ্টোস্যাট-থ্রি'-র। উক্ত উপগ্রহটির সফল উৎক্ষেপণের পর দ্বিতীয় স্পাই স্যাটেলাইট রিস্যাট টু বিআরআই ওয়ান পাঠাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আগামী ১১ডিসেম্বর বুধবার মহাকাশে পাড়ি দেবে এই দ্বিতীয় 'গুপ্তচর উপগ্রহ'টি। যার পুরো নাম রাডার ইমেজিং আর্থ অবজারভেশন স্যাটেলাইট। প্রাকৃতিক দুর্যোগ, উদ্ধারকাজ ছাড়াও ইসরোর নজরদারিতে সাহায্য করবে দ্বিতীয় এই স্পাই স্যাটেলাইট।

                        বুধবার ভারতীয় সময় বিকেল ৩-২৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (PSLV-C48) রকেটের মাধ্যমে Risat-2BR1 নামক কৃত্রিম উপগ্রহটি পাঠাবে ইসরো। উক্ত স্পাই স্যাটেলাইটটির ওজন ৬২৮ কেজি। এর আয়ু মোট ৫ বছর। স্যাটেলাইটটিকে ৫৭৬ কিমি দূরের পৃথিবীর কক্ষপথে প্রতিস্থাপন করা হবে। Risat-2B সিরিজের দ্বিতীয় স্যাটেলাইটটি হল Risat-2BR1। এর মধ্যেই রয়েছে এক্স ব্যান্ডের সিনথেটিক অ্যাপারচার রাডার। এটি ভূপৃষ্ঠকে ২৪x৭ সময় নজরে নজরে রাখবে। এই সিরিজের যে প্রথম স্যাটেলাইটটি ছিল, সেটি উৎক্ষেপণ করা হয়েছিল ২০১৯ সালের ২২মে। ইসরোর এই মিশনটি সফল হলে সর্বসাকুল্যে ৩১৯টি বিদেশি বাণিজ্যিক স্যাটেলাইট পাঠানোর নজির তৈরী হবে। গত ২৬ নভেম্বর কাৰ্টোস্যাট-থ্রি উৎক্ষেপণ করেছে ভারত। এর সঙ্গে ১৩টি বাণিজ্যিক স্যাটেলাইটের সঙ্গে আমেরিকা থেকে এই কৃত্রিম উপগ্রহটি পাঠানো হয়েছে। উক্ত উপগ্রহটি হাই রেজোলিউশন আর্থ অবজারভেশন স্যাটেলাইট হিসেবে কাজ করছে।

              ইসরো সূত্রের খবর আরও ৯টি বাণিজ্যিক স্যাটেলাইটের সঙ্গী হয়ে মহাকাশে যাবে Risat-2BR1। তার মধ্যে রয়েছে মাল্টি মিশন লেমুর-৪, ১ হপস্যাট(আমেরিকা), তায়ভাক-০০৯২(ইতালি), কিউপিএস-এসএআর(জাপান), ডুসিফ্যাট-৩(ইজরায়েল) ছাড়াও ইজরায়েল, ইতালি এবং জাপানের কয়েকটি স্যাটেলাইট। এর মধ্যে তল্লাশি এবং উদ্ধারকার্যে সাহায্য করবে তায়ভাক-০০৯২। কিউপিএস-এসএআর, রাডার ইমেজিং আর্থ অবজারভেশনের কাজ করবে। এছাড়াও রয়েছে ইজরায়েল, ইতালি এবং জাপানের কয়েকটি স্যাটেলাইট।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...