প্রথম মহিলা ডেপুটি ডিরেক্টর হিসেবে আইআইটি খড়্গপুরে যোগ দিলেন রিন্টু ব্যানার্জি

বর্তমান সময়ে মহিলারা যে সব কাজে এগিয়ে রয়েছেন তার অন্যতম এক দৃষ্টান্ত অধ্যাপিকা রিন্টু ব্যানার্জি। তিনিই প্রথম ভারতীয় মহিলা, যিনি ভারতবর্ষের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে ডেপুটি ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন।

 

হাইলাইটসঃ
১। আইআইটি খড়্গপুরে নতুন ডেপুটি ডিরেক্টর অধ্যাপিকা রিন্টু ব্যানার্জি
২। আইআইটির ইতিহাসে প্রথম মহিলা ডেপুটি ডিরেক্টর
৩। ৩০ বছর ধরে গ্রাম উন্নয়নের কাজ করছেন

তার জন্ম ওড়িশার রাউরকেল্লাতে। ছোটবেলা থেকেই তিনি আইআইটি-তে পড়ার স্বপ্ন দেখতেন এবং পরবর্তীকালে সেই স্বপ্ন পূরণ করতে আইআইটি খড়্গপুরে পড়াশোনা শুরু করেন। বর্তমানে তিনি আইআইটির পি.কে. সিনহা সেন্টার ফর বায়োএনার্জি অ্যান্ড রিনিউয়েবলের প্রতিষ্ঠাতা এবং কৃষি ও খাদ্য প্রকৌশল বিভাগের প্রধান।

শিক্ষকতার পাশাপাশি, রিন্টু ব্যানার্জি প্রশাসনিক দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করছেন। তিনি এখনও নিয়মিত ক্লাস নেন এবং ছাত্রছাত্রীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় অধ্যাপিকা। প্রতিষ্ঠানে মেয়েদের সংখ্যা বাড়াতে এবং তাদের উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। তার নেতৃত্বে আইআইটি খড়্গপুরে মেয়েদের শিক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রশাসনিক দক্ষতার পাশাপাশি, রিন্টু ব্যানার্জি গ্রামীণ উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। প্রায় ৩০ বছর ধরে গ্রামীন এলাকার জন্য তিনি কাজ করছেন তিনি। লোধা সম্প্রদায়ের মহিলাদের কাজে লাগিয়ে কাজুর ফল দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে তাদের স্বনির্ভর হওয়ার পথ দেখিয়েছেন তিনি।

তার উদ্ভাবনী কাজ ভারতবর্ষ ও আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। এই কাজের জন্য তিনি বিভিন্ন স্বীকৃতি ও পুরস্কার পেয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল, ICAR-এর ‘পাঞ্জাবরাও দেশমুখ পুরস্কার’, ‘সেরা মহিলা জীববিজ্ঞানী’ এবং ‘ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড’, ‘লুই পাস্তুর পুরস্কার’, ‘মদন মোহন মালব্য পুরস্কার’ এবং ‘রফি আহমেদ কিদওয়াই পুরস্কার’।

এটা শেয়ার করতে পারো

...

Loading...