অচেনা সমুদ্র। বরফ ঠাণ্ডা জল। হাঙর, তিমি, জেলি ফিস আর জলজ প্রাণীর ভয়। কোনটাই থামাতে পারেনি তাঁকে। লক্ষ্যে তিনি অবিচল। প্রথম ভারতীয় এবং বাংলার প্যারা সুইমার হিসাবে দক্ষিণ আফ্রিকায় রবেন দ্বীপপুঞ্জের উত্তাল সমুদ্রে পেরিয়েছেন হাওড়া সালকিয়ার রিমো সাহা। ১১ মার্চ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে রবেন আইল্যান্ড থেকে ব্লাউবার্গ পর্যন্ত ১৬ কিলোমিটার সাঁতরে পার হন। ৪ ঘণ্টা ৩৭ মিনিটের সাঁতারে হয় লক্ষ্যপূরণ।
পোলিওর প্রতিবন্ধকতা হার মেনেছে তাঁর পরিশ্রম, সাহস আর নিষ্ঠার কাছে। ২০ বছর ধরে সমুদ্র জয়ের সাধনায় তিনি মগ্ন। বাংলার ক্রীড়া ক্ষেত্রে তৈরি করেছেন নয়া দৃষ্টান্ত।
২০২৩ সালে রিমো ইংলিশ চ্যানেল পারাপার করেছেন। ২০২২ সালে নর্থ চ্যানেল পাড়ি দিয়েছেন প্রথম বাঙালি হিসেবে। ২০১৮ সালে দলগতভাবে ইংলিশ চ্যানেল বিজয়ী হয়েছেন রিমো। ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয়লাভ করেছেন।
বিগত ২০০৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ২০ বার জাতীয়স্তরে প্রতিনিধিত্ব করেছেন। ৫২টি সোনা, ৩৮টি রুপো, ২০টি ব্রোঞ্জ পদক জয়ের সঙ্গে ৫টি জাতীয় রেকর্ড তাঁর দখলে। ২০১০-এ দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে বাংলার হয়ে একমাত্র সাঁতারু ছিলেন তিনি। সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে প্রতিনিধিত্ব করেছেন বাংলার। একই বছরে চিনে অনুষ্ঠিত প্যারা-এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করেন। শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে তাঁর জয়ের খিদের কাছে। তাঁর আগামী স্বপ্ন সপ্তসিন্ধু।