চারদিনের টেস্ট চান না পন্টিং

আইসিসি যে চার দিনের টেস্ট আনার চিন্তাভাবনা করছে তাতে সায় নেই অনেক প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়দের। এই তালিকায় যুক্ত হল অস্ট্রেলিয়ার প্রাক্তন এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং।

পন্টিং বলেছেন আমি চার দিনের টেস্টের বিপক্ষে। তবে যারা চার দিনের টেস্ট চালু করতে চায় আমি তাদের মতামত শুনতে চাই। আইসিসি জানিয়েছে ২০২৩ সাল থেকে তারা এই চার দিনের টেস্ট চালু করতে চায়। যা হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। এই চার দিনের টেস্ট চালু হলে তা ক্রিকেটের ক্ষতি করবে বলে মনে করছেন অনেক প্রাক্তন ক্রিকেটার।

পন্টিং এর মতে গত দু বছরে যতগুলি টেস্ট ম্যাচ ড্র হয়েছে চারদিনের ম্যাচ হলে সেই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে। তাই চার দিনের টেস্ট হলে যে ড্র এর সম্ভাবনা যে অনেকটাই বেড়ে যাবে জানিয়েছেন পন্টিং। আইসিসি চাইছে নিজেদের খরচ বাঁচানোর জন্য টেস্ট এর দিন কমিয়ে দিতে। কিন্তু তাদের এটাও মাথায় রাখতে হবে দর্শক ড্র ম্যাচ দেখতে চায় না। সবাই ম্যাচে ফলাফল দেখতে চায়। পন্টিং আরও বলেছেন গত দুবছরে অনেক টেস্ট ম্যাচ চার দিনে শেষ হয়ে গেছে। কিন্তু আমি মনে করি টেস্ট ম্যাচের দিন কমানো উচিত নয়। এর বিরুদ্ধ মতামত আমি শুনতে চাই তারপর বিবেচনা করতে চাই।

এটা শেয়ার করতে পারো

...

Loading...