সোদপুর এর বাসিন্দা বিজয় সাউ | পেশায় সে ভ্যানচালক | এক অসুস্থ পথকুকুরকে নিজের হাতে সেবা করে সুস্থ করে তোলেন বিজয় সাউ এবং ভালোবেসে নাম রাখেন 'সোনা' | ২০১২ সালে এক পথদুর্ঘটনায় বিজয় সাউ র সহযাত্রীরা মারা গেলেও সোনার দৌলতে প্রাণে বাঁচেন তিনি | কিন্তু এলাকার কিছু ছেলে সোনাকে অত্যাচার শুরু করে এবং তাদের মধ্যেই একজন সোনাকে ইনজেকশন দিয়ে ধরে নিয়ে যায় | তারপর থেকে বিজয় সাউ সোনাকে খুঁজে পাননি | সোনাকে হারানোর শোকে বিহ্বল হয়ে ওঠেন তিনি এবং তারপর থেকে তার উপার্জনের টাকা থেকে পথের কুকুরদের প্রতি রবিবার করে মাংস ভাত খাওয়াতে থাকেন তিনি |
তিনি খাওয়ানোর সাথে সাথে , কুকুরদের নিজে হাতে চিকিৎসা ও করতে থাকেন | নিজে হাতেই রান্না করে ,ভ্যানে করে সেই রান্না পানিহাটি পুরসভার ১,২,৩,৪,১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের পথকুকুরদের খাওয়াতে থাকেন |
সাথে জল ও সন্দেশ ও খাওয়ান তিনি | ২৫০০ কুকুরদের তৃপ্তি সহকারে খাওয়ান তিনি | তার মতে, মানুষ বেইমানি করলেও কুকুর কখনো বেইমানি করে না | তার সরকারের কাছে একটাই আবেদন , কুকুরদের ওপর নির্মম অত্যাচার বন্ধ করার জন্য সরকার করা আইন আনুক |