এশিয়ার সবচেয়ে ধনী মানুষ কে একথা তো সবাই জানে, কিন্তু জানেন এশিয়ার সবচেয়ে ধনী গ্রাম কোথায়? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব পরিচিত এই জায়গায় রয়েছে প্রায় ১৭টি ব্যাঙ্কের শাখা।
এশিয়ার সবচেয়ে ধনী গ্রাম রয়েছে আমাদের ভারতবর্ষেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মস্থান গুজরাটেই অবস্থিত এই গ্রাম। গ্রামের নাম মাধাপুর। তালুক গুজরাতের কচ্ছ। গ্রামের জনসংখ্যা প্রায় ৩২ হাজার। মূলত প্যাটেল সম্প্রদায়ের মানুষরা থাকে এই গ্রামে। আর তারাই বিপুল অর্থসম্পদের মালিক।
জানা গেছে, এই ৩২ হাজার মানুষের সম্পত্তির হিসেব রাখার জন্য প্রায় ১৭টি ব্যাঙ্ক রয়েছে এই গ্রামে। শুধুমাত্র সরকারি নয়, এরমধ্যে রয়েছে নানা বেসরকারি ব্যাঙ্কের শাখাও। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, কোন কোন গ্রামবাসীর প্রায় ৭০০০ কোটি টাকা অবধি জমা রয়েছে এই ব্যাঙ্কগুলোয়। কিন্তু এই বিপুল পরিমাণ সম্পত্তির রহস্য কী?
সরকারি সূত্রে জানা গেছে, এই বিপুল পরিমাণ সম্পত্তি আসে বিদেশ থেকে। প্রায় ২০ হাজার বাড়ি রয়েছে মাধাপুরে। এর মধ্যে বিদেশে বসবাস করে প্রায় ১২০০টি পরিবার । মূলত আফ্রিকার দেশেই তাদের বাস। তবে অনেকে ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এমনকি আমেরিকাতেও থাকেন। এই পরিবারের সদস্যরাই নিজেদের উপার্জিত কোটি কোটি টাকা পাঠায় স্থানীয় ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে। আর সেই কারণেই এত সমৃদ্ধশালী এই গ্রাম।