'পাঙ্গা'র প্রস্তুতি

 

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পাঙ্গা’ ছবির শুটিং। ছবির গল্পে উঠে আসবেন দুই মহিলা কবাডি খেলোয়াড়। এই দুই মহিলা চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউত এবং রিচা চাড্ডাকে। আর এ ছবির চরিত্রের জন্য প্রস্তুতি নিতে গিয়ে কসরতের কোনও ত্রুটি রাখছেন না তিনি। জানা যাচ্ছে, প্রথমার্ধের শুট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়ে শুরু হয়েছে দ্বিতীয় ভাগের শুট, আর সেই কারনেই যারপরনাই ব্যস্ত হয়ে পড়েছেন রিচা।

'জাতীয় খেলা' তকমা থাকা সত্বেও কবাডির মতো 'প্রায় হারিয়ে ফেলা' একটা খেলাকে কেন্দ্র করেই সিনেমা বানাতে চেয়েছিলেন পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি। সেইমত 'পাঙ্গা'র কাজে হাত লাগিয়েছেন তিনি। স্কুলে তো বটেই, পাড়ায় পাড়ায়ও আজ আর এ খেলার কোনও অস্তিত্ব নেই। সেই হারিয়ে যাওয়া খেলাই দুই মহিলা কবাডি খেলোয়াড়ের গল্পের মাধ্যমে রূপালি পর্দায় ফিরতে চলেছে।

জানা যাচ্ছে, ‘পাঙ্গা’র চরিত্রের জন্য সবথেকে আগে যেটা দরকার ছিল, তা হল কবাডি খেলার কৌশল জানা। আর তাই মন দিয়ে হোমওয়ার্কও করেছেন রিচা। বাস্তব জীবনে যারা কবাডি খেলোয়াড়, তাঁদের সঙ্গে দেখা করেন অভিনেত্রী। শুধু তাই নয়, উত্তর ভারতের বেশ কিছু রাজ্য চষে ফেলেছেন। বিহার, পাটনা, রাঁচির প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে সেখানকার মহিলা কবাডি খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছেন। শুধু কবাডি খেলোয়াড়দের সঙ্গে দেখা করাই নয়, ঘণ্টার পর ঘণ্টা তাঁদের সঙ্গে ময়দানে কাটিয়েছেন। কবাডি খেলার ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের কৌশল নাকি ভিন্ন ভিন্ন, উত্তর ভারত সফরশেষে এমনটাই আবিষ্কার করেছেন অভিনেত্রী রিচা  চাড্ডা। তাই এই খেলার পুঙ্খানুপুঙ্খ কৌশল কেমন হবে, তা এখন অনেকটাই জেনে ফেলেছেন তিনি।

প্রসঙ্গত, গতে বাঁধা ছকের বাইরে গিয়ে দুই মেয়ের স্বপ্ন দেখা নিয়েই এই ছবির গল্প তৈরি হয়েছে। গত মাসেই ‘পাঙ্গা’র ফার্স্টলুক মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে এই ছবি আসছে পরের বছর অর্থাৎ ২০২০ সালের ২৪ জানুয়ারি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...