'Game of thrones' আবার দেখতে বসলে স্মৃতি ফিরে আসে, মন ভরে যায়। একটি চ্যানেল যখন একের পর এক অসাধারন সিরিজ রিলিজ করছে, সেই সময় মন্দ লাগে না প্রায় বছরের অপেক্ষার পর সেই পুরোনো শো কে আবার ফিরে পেতে। খুব অন্যরকম লাগে যখন জানি যে এই সময়ে দুনিয়ার সমস্ত 'Game of thrones' দর্শক আঠার মতো নিজস্ব স্ক্রিনের দিকে তাকিয়ে আছে।চ্যানেল যেভাবে প্রমোশন করেছিল, এবং এমনিতেও সিরিজটির জনপ্রিয়তা এতটাই যে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছিলো "Watching game of thrones" আপডেট এ।
পুনর্মিলন : Winterfell
Jon Snow আর Daenerys ফিরে আসে লক্ষ্য লক্ষ্য সৈন্যের সাথে, সঙ্গে থাকে Tyrion ও Lord Varys। Daenerys এর সমস্ত সহযোগীও Winterfell এ জড়ো হয়।
পুনর্মিলনের পালা এবার। Arya ও Jon এর আলিঙ্গনের জন্য আমরা অনেক সিজন ধরে অপেক্ষা করে ছিলাম। Arya র দৌড়ে এসে Jon কে জড়িয়ে ধরার মুহূর্ত আমাদেরকেও Winterfell নিয়ে গেছিল। হয়ত প্রায় কাঁদিয়ে দিয়েছিলো, Arya র মতো আমাদেরও মনে পড়ে গেছিলো Red Wedding, মনে পড়েছিল একা একা পথ খুঁজে বেড়ানোর দিনগুলো। পুনর্মিলনের পালা কিন্তু শেষ হয় নি। এমন এমন মূল্যবান চরিত্ররা একসাথে একজায়গায় এসে মিলিত হয়েছে যে অনেক স্মৃতি ভিড় করেছে তাদের সামনে, সেগুলো মনে করতে বসে কেউ হেসে উড়িয়ে দিয়েছে আবার কেউ মুখে গাঢ় ছায়া এনে আবার পরমুহূর্তে মুছে ফেলেছে। Tyrion ও Sansa Joffrey র বিয়ের স্মৃতিচারণ করতে থাকে ও অনুভব করে তাদের চরিত্র কতটা বদলে গেছে সময়ের সাথে সাথে।
FIRE AND ICE :
Jon snow ও Daenerys এর সম্পর্ক (নাকি প্রেম?) আস্তে আস্তে বাড়তে থাকে। প্রথম এপিসোডে তাদের ড্রাগন ভ্রমনের পর বরফের চারিদিকে তাদের চুম্বন ও তাদের গড়তে থাকা সম্পর্ক আমাদের মনে খুশি জাগায় ও আশঙ্কাও তৈরী করে। Winterfell এর আকাশে উড়ে যায় দুটি ড্রাগন ও Jon , Daenerys। প্রবাসী Daenerys কে Winterfell বাসিন্দারা ভরসা করতে পারে না, পারে না Sansa ও।
REVEAL OF TRUTH :
সিজন ৭ এর শেষেই কিন্তু আমরা অদ্ভুত সত্য জানতে পেরে যাই। অপেক্ষায় আমরা সবাই ছিলাম কখন JON তা জানতে পারবে। অবশেষে যখন SAM জানতে পারে DAENERYS তার পরিবারকে হত্যা করেছিল তখন Sam আর থাকতে না পেরে Jon কে তার আসল পরিচয় জানাতে বাধ্য হয়। Jon ই 'Iron Throne' এর আসল ভাগিদার। তার আসল নাম 'Ageon Targayreon '।
এই দৃশ্যের সাথে সাথে দর্শকের গায়ে কাঁটা দেওয়া শুরু হয়ে যায়। কিন্তু এখনো যে অনেক কিছু বাকি। অবাক হই এখনো বাকি! Bryan বলে - 'Waiting for an old friend' সেই সংলাপের সূত্র ধরেই যখন Jamei Lanister Winterfell এ উপস্থিত হয় তখন Bryan Jamie র দিকে তাকিয়ে থাকে। পুনর্মিলনের আশায়, এই তাকানো জেঁকে Jamie কে ভেতর থেকে নাড়িয়ে দেয়। তারাও তাদের স্মৃতিচারণা করে ফেলে মনে মনে|
আবার এক সপ্তাহের অপেক্ষায় থাকবো দ্বিতীয় এপিসোডের জন্য। প্রথম এপিসোডে গল্পের বীজটা বোনা হলো। এবার গল্প দৌড়াবে তীরের গতিতে কারণ Night King 'Wall' ভেঙে দিয়েছে।সাথে সাথে দুরন্ত গতিতে আসছে Winterfell এর দিকে। এখন আমাদের কাজ
অপেক্ষা
অপেক্ষা
অপেক্ষা ...