চিকিত্সাবিজ্ঞানের পথ সচল রাখতে এবার অবসরগ্রহণের পরেও যেসব ডাক্তার,নার্স এবং কর্মীরা কর্মক্ষম রয়েছেন তাদের পুনরায় কাজে ফেরানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার| জনস্বার্থে যেখানে প্রয়োজন সেখানে চিকিত্সার কারণে যেতে রাজি এমন ব্যক্তি যার কর্মজীবনের রেকর্ড খুব ভালো সেইসব কর্মচারীদেরই এই ক্ষেত্রে দুই বছরের জন্য পুনর্নিয়োগের কথা ভাবা হচ্ছে| সম্প্রতি এই নিয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের তরফ থেকে|
অবসরের পর যেসব ডাক্তার, নার্স এবং প্যারামেডিক্যাল কর্মী কর্মক্ষম রয়েছেন, তাদের পুনর্নিয়োগের বিষয়টি খতিয়ে দেখার জন্য দফতরের প্রধান সচিব বিবেককুমারকে নির্দেশ দেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এই নির্দেশের পরেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়| জানা গেছে, ২০১৯-২০২০ সালের মধ্যেই ২০০০-এর বেশি সংখ্যক ডাক্তার, নার্স ও কর্মী অবসরগ্রহণ করবেন| এত বড় ঘাটতি পূরণের জন্যই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত| রাজ্যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ডাক্তাররা ৬৫ বছর, নার্সরা ৬২ বছর এবং প্যারামেডিক্যাল কর্মীরা ৬০ বছর বয়সে অবসরগ্রহণ করেন|
পুনর্নিয়োগ ছাড়াও হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সাত হাজারেরও বেশি ডাক্তার, ২০৪৯৩ জন নার্স এবং ৪৬০১ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছে| এই সংখ্যক স্টাফ ক্রমবর্ধিত চিকিত্সার চাপ কমাতে সক্ষম নয় বলেই মনে করা হচ্ছে| তাই নেওয়া হয়েছে পুনর্নিয়োগের সিদ্ধান্ত|