নির্বাচনের কথা বিবেচনা করেই মাধ্যমিক ও উচ্চ্ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে তাই সঠিক সময়ে ফলাফল দেবার দিক থেকেও কোন প্রভাব পড়বে না এর ওপর। রাজ্যের সাত দফা ভোটের জন্য কোন ভাবেই ফলাফল ঘোষণার সময় পিছিয়ে যাবে না বলে আস্বস্ত করেছেন মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ্ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা। গত সোমবার তাঁরা এই সিদ্ধান্ত জানিয়েছেন।
লোকসভা নির্বাচনের জন্য এ বছর তুলনামূলক ভাবে আগে থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছিল। গত ২২ ফেব্রুয়ারী চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। আগামী কাল ১৩ই মার্চ বুধবার শেষ হতে চলেছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ১০ ই জুনের ভিতর ফলাফল প্রকাশ করা হবে। গত বছর ২রা জুন এই পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছিল ,এ বছরও এই সময়ের ককাছাকাছি ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস। মাধ্যমিক পর্ষদ থেকে জানা যায় পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের ভিতর ফলাফল প্রকাশ করতে হবে। সভানেত্রী মহুয়া দাস আরো জানিয়েছেন যেহেতু এ বছর পরীক্ষা আগেই অনুষ্ঠিত হয়ে গেছে, তাই ফলাফল ঘোষণা করতে বিলম্ব হবার কোনো কারন নেই।
সঠিক সময়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হলেও পিছিয়ে যেতে পারে স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণীর প্রথম পর্যায়ভিত্তিক পরীক্ষা। ২০১৬য় বিধান সভা নির্বাচনের সময় পিছিয়ে গিয়েছিল ছিল এই পরীক্ষাগুলো। নির্বাচনী সময়সূচির প্রভাব পড়তে চলেছে বিশ্ববিদ্যালয় গুলোর কিছু পরীক্ষার নির্ঘন্টর ওপর। রবিবার নির্বাচনী সময়সূচি ঘোষণার পর বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার নির্ধারিত সময় সূচি পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন কর্তৃপক্ষরা। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার সময় সূচি বদলে যাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষরা।