নেতাজির নামে নামাঙ্কিত নেতাজি ভবন বা ভবানীপুর মেট্রো রেল স্টেশন। এই মেট্রো স্টেশন শহরের প্রথম মহিলা পরিচালিত মেট্রো স্টেশন। গত বছর তিরিশ জন মহিলা কর্মীকে নিয়োগ দিয়ে প্রথম মহিলা চালিত মেট্রো স্টেশন হিসেবে ঘোষিত হয় নেতাজি ভবন মেট্রো স্টেশনটি। নেতাজি ভবন মেট্রোতে স্টেশন মাস্টার, টিকিট কাউন্টার কর্মী, প্যানেল অপারেটর, স্টেশন রক্ষী সকল দায়িত্বে রয়েছেন মহিলা কর্মচারীরা। যেহেতু এই স্টেশনের সম্পূর্ণ দায়িত্ব মহিলাদের ওপর, তাই শেষ মেট্রো যাওয়া অব্দি মেট্রো স্টেশনটিতে দায়িত্বরত থাকেন মহিলারাই। শেষ ট্রেন চলে গেলে মহিলা কর্মীদের বাড়ি ফেরার ক্ষেত্রে সমস্যায় পড়তে হত। প্রয়োজনে কখনো কখনো মেট্রো স্টেশনেই থাকবার ব্যবস্থা করতে হত। কিন্তু মেট্রো স্টেশনে রাতে থাকবার বা বিশ্রাম নেবার কোন সুব্যবস্থা ছিলনা এতদিন। এই সমস্যা দূর করতে অবশেষে মেট্রো স্টেশনে চালু হল মহিলাদের বিশ্রাম নেবার জন্য রেস্ট রুম ব্যবস্থা।
মেট্রোতে কর্মরত মহিলা স্টাফদের বিশ্রামের জন্য তৈরী করে দেওয়া হল রেস্ট রুম। গত ৮ই মার্চ '২০১৯ আন্তর্জাতিক নারী দিবস কে সম্মান জানিয়ে মহিলা কর্মীদের জন্য রেস্ট রুম উদ্বোধন করল মেট্রো রেল কর্তৃপক্ষ। রেস্ট রুম উদ্বোধন করেন মেট্রোর অর্থনৈতিক উপদেষ্টা কাকলি ঘোষাল।বিশ্রামাগারের আয়তন প্রায় ৭৫০ বর্গফুট।এই উদ্যোগে সন্তোষ জানিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, দূর থেকে কাজে আসছে এমন মহিলাদের বিশ্রামের প্রয়োজন হলে বা রাতে থাকবার প্রয়োজন হলে, আর কোন সমস্যা থাকবেনা। নারীর ক্ষমতায়নের যুগে নেতাজি ভবন মেট্রো স্টেশনের মত মহিলা চালিত সরকারি কর্মস্থল নিঃসন্দেহে গোটা রাজ্যের কাছে বেশ গর্বের।
Read Also : মহম্মদ শামিকে সোশাল মিডিয়ায় সরাসরি বিয়ের প্রস্তাব! কে করল এমন অদ্ভুত কান্ড?