দীপাবলির সময় আকাশে দেখা যায় ফানুসের মেলা। কিন্তু দুর্ভাগ্যবসত সেই অপূর্ব দৃশ্যে আর দেখতে পাবে না বিমানবন্দর সংলঙ্গ বাসিন্দারা। কলকাতা বিমানবন্দর এলাকায় ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞ জারি করলো বিধাননগর কমিশনারেট। ফানুসের কারণে বিমান চলাচলের অসুবিধার সমুক্ষিন হতে হয় বিমান চালকে। যার ফলে যেকোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে আরোহীরা। সেই দুর্ঘটনা থেকে বাঁচতে ২৯ ডিসেম্বর অবধি নিষেধাজ্ঞ জারি করা হয়। সোমবার বিধাননগর কমিশনারেটের তরফে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এয়ারপোর্ট থানা এলাকা ও বাগুইআটি এলাকায় জারি করা হয় নিষেধাজ্ঞ। ফানুস ওড়ানো যাবে না নারায়ণপুর থানা এলাকাতেও। মঙ্গলবার থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়, চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। প্রসঙ্গত, গতবছর দীপাবলিতে ব্যাঙ্কক থেকে কলকাতাগামী এক বিমান সমস্যায় পড়েছিলেন। ফানুসের জেরে বিমান নামানোয় সমস্যায় পড়েন পাইলট৷ তখনই বিমানবন্দর কর্তৃপক্ষ স্বরাষ্ট্র দপ্তরের কাছে চিঠি পাঠায়৷ আর তার জেরে লেজার লাইট সহ ফানুস জ্বালানোয় নিষেধাজ্ঞ জারি করা হয়।