বিশ্বকাপে ফ্রান্সের সমর্থনে চন্দননগরবাসীরা

মঙ্গলবার শুরু হচ্ছে ফ্রান্স ও বেলজিয়ামের মধ্যে সেমিফাইনালের লড়াই|সুদূর মস্কো যখন সেজে উঠছে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতির জন্য|তখন একদা ফরাসী শহর বা ফরাসীদের সাম্রাজ্যের পতন ঘটা শহর চন্দননগর সেজে উঠছে লাল, সাদা, নীলে|একসময় এই ফরাসীদের হাত ধরেই এই গঙ্গাপারের শহর চন্দননগরে এসেছিল আমূল পরিবর্তন|এখানকার স্কুল,কলেজ,গির্জা সর্বত্র এসেছিল পরিবর্তন তাদের হাত ধরেই| আর তাই কোথাও যেন ফ্রান্সের জয়ে খুশি হয়ে গর্ব বোধ করেন তারা|তাই ফুটবল বিশ্বকাপে যখন একে একে হেভীওয়েট দল গুলি হেরে বিদায় নিয়েছে তখন সেমিফাইনালের দরজা পর্যন্ত পৌঁছানো ফ্রান্সের সমর্থনে সেজে উঠছে এই শহর|চন্দননগরবাসীরা মনে করছেন এই বছরের এই দুর্দান্ত ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে পৌঁছাবে ফ্রান্স| সেই ২০০৬-র পর এই ২০১৮য়ে সেমিফাইনালে পৌঁছানো সম্ভব হয়েছে ফ্রান্সের, আর তা নিয়ে ঘোরতর আশাবাদী চন্দননগরবাসীরা|তাই আর কয়েক ঘন্টা পর এই গুরুত্বপূর্ণ ম্যাচে টিভির পর্দায় চোখ রাখবেন তারা|

content

এটা শেয়ার করতে পারো

...

Loading...