জওয়ানরদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয় দেশাত্মবোধক গান গুলি

২৬ জানুয়ারীপ্রজাতন্ত্র দিবস। এই দিনটা মানেই সকাল থেকে টিভি পর্দার সামনে বসে পড়া। রেড রোডে কুচকাওয়াচ। শহরের মানুষ সেনাবাহিনীর কুচকাওয়াজ দেখতে ভিড় জমান রাস্তার ধারে ধারে। দিল্লিতে লাল কেল্লায় পতাকা উত্তোলন। ট্যাবলোর টানে সকাল থেকে। পাড়ায় পাড়ায় দেশের পতাকা তোলা হয়। অতিমারীর আগে পর্যন্ত প্রজাতন্ত্র দিবস মানে ছিল স্কুলের মাঠের ডাক। ঝকঝকে স্কুল ইউনিফর্মে প্রভাতফেরিতে পা মেলানো। আর দেশপ্রেমের গান।

আজও ২৬ জানুয়ায়ারির ভোর হয় দেশের মাটির গানে। কখনও হিন্দি কখনও আঞ্চলিক ভাষায়। লতা মঙ্গেশকর থেকে এ.আর রহমান দিনভর। লাল কেল্লার মাথায়, সরকারি ভবনে, বাড়ির ছাদে উড়তে থাকে পতাকা। আর কানে বাজতে থাকে গান। গর্বে, মনখারাপে বারবার মনে হয় ‘মেরা ভারত মহান’

এই দিনের বিশেষত্বকে আজও ধরে রেখেছে কালজয়ী কিছু দেশাত্মবোধক গান। 'অ্যায় মেরে ওতান' হোক কিংবা এ.আর.রহমানের 'মা তুঝে সেলাম''এ জো দেশ হে তেরা'  শুনলেই যেন আলাদা স্রোত বইতে থাকে মনের মধ্যে। প্লে লিস্টে গান বাজতে থাকে। এক একটা গান, এক এক সময়ের ছবি।

 

RepublicDaysong

 

এই ধরনের কিছু বিখ্যাত গানের তথ্য দেওয়া হল নিবন্ধে

১. মা তুঝে সেলাম: এ.আর.রহমানের বিখ্যাত গান গুলির মধ্যে একটি হল 'মা তুঝে সেলাম'। লতা মঙ্গেশকরের কন্ঠ এই গানটির মাধুর্য্য আরও বাড়িয়েছে।

২. অ্যায় মেরে ওতান কে লোকো: লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটি শুনলে আমাদের মনে পড়ে যায় দেশের বীর সৈনিকদের কথা। যারা নিজের জীবনের বিনিময়ে দেশকে সুরক্ষিত করে রেখেছে। 

৩. তেরি মিট্টি: পাঞ্জাবের জনপ্রিয় গায়ক বি প্র্যাঙ্কের গাওয়া এই গানটি গেছিলেন। সম্প্রতিকালে জনপ্রিয় গানগুলির মধ্যে একটি হল 'তেরি মিট্টি'। 'কেশরী' ছবির এই গান দেশবাসীকে বার বার মনে করিয়ে দিয়েছে ২১ জন‌ শিখ সেনার বীর গাঁথার কাহিনী।

৪. 'অ্যায় ওয়তান': 'রাজি' ছবির এই গানটির সুর ভেসে যেতে পারেন যে কোনও দেশ প্রেমিক। প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের দিন অনেক জায়গাতেই এই গান বাজতে দেখা যায়।

৫. ইয়ে জো দেশ হে: আশুতোষ গয়ারিকরের 'স্বদেশ' ছবির এই গান দেশের এক অন্য ছবি তুলে ধরেছে মানুষের কাছে। এই ছবির এই গানটি বেশ জনপ্রিয়।

৬. মেরে রঙ দে বাসান্তী চোলা: অজয় দেবগন অভিনীত 'দ্য লেজেন্ড ওফ ভগত সিং' ছবির এই গান প্রত্যেক বছরই বেজে ওঠে প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের দিন। 

৭. ভারত হামকো জানসে প্যারা হে: হরি হরণের গাওয়া ‘রোজা’ ছবির এই গানটি খুব জনপ্রিয়। গান শুনলেই দেশের সেনাবাহিনীর আত্মত্যাগের কথা মনে পড়ে যায় দেশেবাসীর।

এটা শেয়ার করতে পারো

...

Loading...