ইনস্টাগ্রামে নতুন ফিচার: আর ছড়াবে না ‘মিথ্যা তথ্য’

ইনস্টাগ্রাম আর ফেসবুক ছাড়া এখন কারোর দিন শুরুই হয় না| রাতে ছাড়া লাস্ট পোস্টটি কটা লাইক পেয়েছে বা কি কি কমেন্ট পেয়েছে তা দেখার জন্য সকালে উঠেই ফোন হাতে নেওয়া অস্বাভাবিক কিছু নয়| তবে সেটি মাঝে মাঝে আমাদেরকে দুঃখী করে দেয়কারণ কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের ক্রিয়াকলাপে সোশ্যালমিডিয়া দূষিত হয়ে যায়

কেউ কেউ বাজে মন্তব্য করে আপনার পোস্টকে কলুষিত করে আবার কেউ কেউ বিরক্ত করতেও দ্বিধা বোধ করে না| এই রকম কার্যকলাপে আপনার মেন্টাল কন্ডিশন অর্থাৎ মানসিক অবস্থা বিগড়োতে পারে| তবে এইসবের বিপক্ষে আপনি এতদিন রিপোর্ট করতে পারতেন| কিন্তু কেউ নিজেই নিজের একাউন্ট থেকে ফেক কিছু পোস্ট বা ভুল বা মিথ্যা তথ্য দিয়ে কিছু পোস্ট করলে, তার জন্য কিছু রিপোর্ট করার অপশন ছিল না| তবে এবার আপনি নিশ্চিন্তে এটি করতে পারবেন|

ফেসবুকের মালিকানাধীন সোশ্যাল নেটওয়ার্কইনস্টাগ্রামে নতুন ফিচার...

ইনস্টাতে কেউ যদি ভুল কিছু তথ্য পোস্ট করে থাকে যা সামাজিক ক্ষতি বা ব্যক্তিগতভাবে আপনার অপকার করে তাহলে আপনি সেই পোস্টের বিপক্ষে ফলস ইনফর্মেশনঅর্থাৎ মিথ্যা তথ্যবলে রিপোর্ট করতে সক্ষম হবেন

insta

সূত্রের খবরপোস্টটির ওপরের দিকে ডান সাইডে পাওয়া যাবে তিনটি ডটযাতে ক্লিক করতেই দেখা যাবে অপশনস, তার মধ্যে থেকে ইটস ইনাপ্রোপিয়েট’  অপশনটি সিলেক্ট করলে একটি সাবসিকুয়েন্ট পেজ আসবে, যেখানে অনেক অপশন থাকবে, সেখানেই এতদিন হ্যারাসমেন্ট, বুলিং, পছন্দ না, ন্যুডিটি বা পর্নোগ্রাফি, ঘৃণার উক্তি বা চিহ্ন, হিংসা বা হিংসার ধমক ইত্যাদি অপশন থাকত| সেখানে এবার নতুন একটি অপশন এলো: ফলস ইনফর্মেশন’, যা ভুল তথ্য চিহ্নিত করতে সক্ষম হবে| এই তথ্যগুলি কিছু হিউমান ফ্যাক্ট চেকার্স অর্থাৎ মানুষের দ্বারা যাচাই করা হবে| এটি 3PFCঅর্থাৎ থার্ড-পার্টি-ফ্যাক্ট-চেকিং পদ্ধতিতে খতিয়ে দেখা হবে, যা বর্তমানে সোশ্যালমিডিয়ার বিখ্যাত ছবি বা ভিডিওকে কভার করে|

সূত্র থেকে জানা যায়, এই রিপোর্ট করা পোস্টগুলি সোশ্যালমিডিয়া থেকে ডিলিট করা হবে না, তবে ফেসবুকের নিজস্ব কিছু সেটিংস পরিবর্তিত করে এক্সপ্লোর বা হ্যাশট্যাগ পেজগুলি থেকে অর্থাৎ ট্রেন্ডিং পেজে সেই পোস্টটিকে লিস্টের নিচের দিকে নামিয়ে দেওয়া হবে, যাতে তা সহজে সচরাচর দেখা না যায়| আরো জানা যায়প্রাথমিকভাবে ইউএস-তে এই সব ফ্যাক্ট-চেকার্সরা কাজ করবে, আগামী মাসে বিশ্বব্যাপী এই প্রসেসটি কাজ করা শুরু করবে

আশা করা যাচ্ছে এই উদ্যোগের পর সোশ্যালমিডিয়ায় অনেক ভুল ইনফরমেশন নিয়ন্ত্রণে রাখা যাবে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...