ভালো নেই পৃথিবী | তাকে যত্ন করলে বাঁচবে মানব সভ্যতা| তার সঙ্গে উপরি পাওনা পুরস্কার | পৃথিবীর যত্ন নিলে হাতেনাতে মিলবে নগদ পুরস্কার | পুরস্কার মূল্য নেহাত কম নয়, কয়েক মিলিয়ন পাউন্ড | আর সেই পুরস্কার দেবেন খোদ রাজকুমার | নববর্ষে এমনটাই বার্তা দিলেন ব্রিটিশ রাজকুমার উইলিয়াম এবং তাঁর স্ত্রী কেট মিডলটন| বিশ্ববাসীকে পরিবেশ সচেতন করে তুলতে ‘আর্থ শট’ নামের এই পুরস্কারের কথা ঘোষণা করলেন ডিউক অ্যান্ড ডাচেস অফ কেমব্রিজ | ২০২১ থেকে ২০৩০ পর্যন্ত পরিবেশ সংক্রান্ত ভাল কাজের জন্য প্রতি বছর ৫ জন ব্যক্তি কিংবা সংগঠনকে নগদ পুরস্কার দেওয়া হবে| ডিউক অ্যান্ড ডাচেস অফ কেমব্রিজের রয়্যাল ফাউন্ডেশন থেকে এই পুরস্কার দেওয়া হবে| জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বায়ু দূষণের মত বৃহত্তম পরিবেশগত সমস্যাগুলি সমাধান করতে কাজ করা কোনো সংগঠন বা একক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হবে | পরবর্তী দশ বছরের জন্য প্রতিবছর পাঁচজন বিজয়ীকে এই পুরস্কার দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন রাজকুমার উইলিয়াম| এই উদ্যোগের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বের পরিবেশগত বৃহত্তম সমস্যার কমপক্ষে ৫০ টির সমাধান |
উল্লেখ্য, ব্রিটিশ রাজপরিবার বহু বছর ধরে পরিবেশগত সমস্যার উপর সোচ্চার হয়েছিল | উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস কয়েক দশক ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন।এই অবস্থায় ডিউক অফ কেমব্রিজের পরিবেশ রক্ষার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদ, রাজপরিবারের সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষও | যেখনে বিশ্বের সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা পৃথিবীকে মুখ ফিরিয়ে রয়েছেন, সেখানে ব্রিটিশ রাজকুমারের এই উদ্যোগকে নজিরবিহীন বলে মনে করছেন অনেকেই |