হঠাত্-ই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রখ্যাত দক্ষিণী পরিচালক মনিরত্নম। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, চেন্নাই-এর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বুকে অসহ্য যন্ত্রনা হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। যদিও অনুরাগীদের তত্ক্ষণাত্ আস্বস্ত করা হয়েছে মনিরত্নমের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
তবে পরিচালকের শারীরিক পরিস্থিতি নিয়ে ধোঁয়াশাও দেখা গিয়েছে। এক সাংবাদিক টুইটে জানান যে, 'হাসপাতালে রুটিন চেকআপ করতে গিয়েছিলেন পরিচালক মণিরত্নম। হঠাৎই তাঁর বুকে ব্যথা শুরু হয়। গুজব রটে হৃদযন্ত্রের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভরতি করতে হয়েছে। মনিরত্নম স্যার ফের নিজের কাজ নিয়ে অফিসে ফিরে গিয়েছেন। সব ঠিক আছে।' অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রুটিন চেকআপ সেরেই ফিরে যান মণিরত্নম। কাজেও যোগ দিয়েছেন তিনি। আবার কোনও সূত্রের খবর, এখনও পরিচালক হাসপাতালে ভর্তিই আছেন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
এটা প্রথম নয় এর আগের বছর জুলাই-এ অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। মাঝে মধ্যেই রুটিন চেকআপে হাসপাতালে আসতে দেখা যায় তাঁকে। হৃদযন্ত্রের সমস্যাও রয়েছে তাঁর। ২০০৪ সালে 'হার্ট অ্যাটাক'ও হয়েছিল এই পরিচালকের। 'যুবা' সিনেমাট পরিচালনার সময় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এরপর ২০০৯ সালে ‘রাবণ’ ছবির কাজ চলাকালীনও অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ২০১৫ সালেও একবার অসুস্থ হয়ে পড়েন মণিরত্নম। বারবার হৃদযন্ত্রের সমস্যা হওয়ায় তিনি বর্তমানে চিকিৎসকদের পরামর্শ মেনে চলেন। রুটিন মেনে চেকআপ করান তিনি।
মনিরত্নমের শেষ পরিচালিত সিনেমা ছিল তামিল ভাষার 'চেক্কা চিভান্তা ভানম'। এরপর তামিল ছবি ‘পোন্নিয়্যান সেলভান’ পরিচালনা করার কথা রয়েছে তাঁর। এই একই নামের তামিল উপন্যাস অবলম্বনে বলিউডে তৈরি হচ্ছে ছবিটি। ছবিতে অভিনয় করার কথা রয়েছে ঐশ্বর্য রাই বচ্চন, অমিতাভ বচ্চন, অমলা পাল, অনুষ্কা শেট্টির মতো তারকাদের।