প্রয়াত হলেন বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সনজীদা খাতুন

প্রয়াত হলেন বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সনজীদা খাতুন। মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৯১ বছর বয়স হয়েছিল তাঁর।

সনজীদা খাতুনের জন্ম ১৯৩৩ সালের ৪ এপ্রিল। তাঁর বাবা কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক। সনজীদা খাতুনের নিজেও ছিলেন একজন শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন তিনি। কিন্তু তিনি বাংলাদেশের মানুষদের কাছে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে।

গানের জন্য বহু পুরস্কার পেয়েছেন তিনি। এই তালিকায় উল্লেখযোগ্য হল একুশে পদক, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার এবং রবীন্দ্র স্মৃতি পুরস্কার । ১৯৮৮ সালে কলকাতার টেগোর রিসার্চ ইন্সটিটিউট তাঁকে ‘রবীন্দ্র তত্ত্বাচার্য’ উপাধি দিয়ে সম্মান জানায়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পেয়েছিলেন দেশিকোত্তম পুরস্কার। ২০২১ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, নিউমোনিয়া এবং কিডনি রোগে ভুগছিলেন তিনি। অসুস্থ অবস্থায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। মঙ্গলবার দুপুর ৩টে ১০ নাগাদ মৃত্যু হয় তাঁর। তাঁকে শ্রদ্ধা জানান তাঁর গুণমুগ্ধরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...