তাঁর জীবনে চিত্র কলা শিক্ষা কখনও হয়নি। কথায় আছে, ‘ইচ্ছে থাকলেই উপায় হয়’— এটাই প্রমাণ করে দিয়েছে বাংলার মেয়ে রাখী রায়।
তাঁর সেই চিত্র কলার প্রতি আগ্রহ, ইচ্ছে এবং উৎসাহ বরাবর তাঁকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে গেছে। আজ সেই জায়গায় পৌঁছে তবেই থেমেছন তিনি। লন্ডন থেকে শুরু করে প্যারিস, দুবাই কিংবা তাইওয়ান, প্রতিটি বিশ্বের কোণায় কোণায় সমস্ত প্রদর্শনীতে নিজের সৃজনশীল ভাবনা ফুটিয়ে তুলেছেন বঙ্গ তনয়া রাখী রায়।
হাতের সেই অভিনব শিল্প, তুলির টানে প্রাণ পেয়েছে বহু চিত্র। এছাড়া তিনি মন জয় করেছেন বহু সমালোচকদের। এবার সেই রাখী রায় এসেছে শহর কলকাতার মন জয় করতে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হল শিল্পীর ‘জেনেরেটিভ ফেমিনিন’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। দক্ষিণ কলকাতার যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টে হচ্ছে এই প্রদর্শনী।
প্রদর্শনী শুরুর দিনে উপস্থিত ছিলেন বঙ্গবিভূষণ চিত্রকর যোগেন চৌধুরী। সেখানে বঙ্গ তনয়া শিল্পী রাখী রায় বক্তৃতা দেওয়ার সময় বলছিলেন,”আমাদের চারপাশে নেতিবাচক ঘটনাক্রমের মাঝে মানুষের মনে ইতিবাচক ভাবনার জন্ম দেওয়ার লক্ষ্য থেকেই এবারে প্রদর্শনী।”
শুধু বিদেশ নয়, দেশের মাটিতে মুম্বই, কলকাতা সহ একাধিক শহরে পা দিয়েছেন শিল্পী রাখী। কলকাতা শহরে এর আগেও তিনি এসেছিলেন। শিল্পী রাখী রায় আরও বলছিলেন, ‘‘এবারের একক চিত্র প্রদর্শনীটা অবশ্যই অন্য মাত্রা যোগ করবে! যুদ্ধ, হিংসা, দ্বেষের মধ্যে দাঁড়িয়ে দুনিয়া। চারদিকের এই আবহের মাঝে শিল্পীর সৃজনশীলতাই মানুষের মনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। খুলে দিতে পারে নতুন এক দিগন্ত। শিল্পী হিসেবে সেই চেষ্টাই করেছি।’’
এদিন শিল্পীর পাশে দাঁড়িয়ে তাঁর চিত্র দেখে মুগ্ধ হয়ে সার্টিফিকেট দিলেন প্রথিতযশা বাঙালি চিত্রকর যোগেন চৌধুরী। তিনি বলছিলেন, ‘‘প্রথাগত চিত্রকলার শিক্ষার বাইরে থেকেও যে ভাবনার মৌলিকত্ব আর সৃজনশীলতা দিয়ে মানুষের মন জয় করে নেওয়া যায়, জেনেরেটিভ ফেমিনিন সেটাই করে দেখাল।’’
জানা গিয়েছে যে যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টে শিল্পী রাখী রায়ের জেনারেটিভ ফেমিনিন শীর্ষক এই একক চিত্র প্রদর্শনীটি চলবে চলতি বছরের ২২ ডিসেম্বর পর্যন্ত।