রবীন্দ্রসদন ও নন্দনের আধুনিকীকরণ রাজ্য সরকারের উদ্যোগে

কলকাতা নিয়ে বাঙালির নস্টালজিয়া সবসময়ই তুঙ্গে|কলকাতার যে বিষয়গুলি আমাদের মন কড়ে বা নস্টালজিক করে তোলে তার মধ্যে অন্যতম হল রবীন্দ্রসদন ও নন্দন|এবার রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত এই দুই প্রেক্ষাগৃহকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য নেওয়া হল বিশেষ উদ্যোগ|মূলত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের কথা মাথায় রেখেই এই দুই প্রেক্ষাগৃহের নতুন রূপ দেওয়ার কথা চিন্তাভাবনা করছে রাজ্য সরকার|প্রায় দুবছর সময় লগতে পারে বলে মনে করা হচ্ছে|আধুনিকীকরণের নকশা অনুযায়ী নন্দন-র প্রথম তলে যে টিকিট ঘরটি রয়েছে তা সেখান থেকে সরিয়ে নন্দন চত্বরের মধ্যেই কোথাও করা হবে যার ফলে যে ফাঁকা জায়গাটি মিলবে তা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সময় ফ্রন্ট ডেস্ক হিসাবে ব্যবহার করা হবে|নকশা অনুযায়ী ভিআইপি-দের জন্যও নেওয়া হবে বেশ কিছু নতুন ব্যবস্থা|দর্শক ও ভিআইপিদের জন্য ভিন্ন প্রবেশদ্বারের ব্যবস্থা করা হবে|প্রেক্ষাগৃহের একতলার আফিসঘর ও গ্রন্থাগারটি অন্যত্র সরিয়ে অফিসঘরের জায়গায় ভিভিআইপি লাউঞ্জ তৈরীর পরিকল্পনা নেওয়া হয়েছে|গ্রন্থাগারটি অন্যত্র সরিয়ে সেই জায়গায় ওয়েটিং রুম ও এক নম্বর হলের সামনে যে ফাঁকা জায়গাটি রয়েছে তাও ব্যবহারের কথা ভাবা হচ্ছে|পরিকল্পনা অনুযায়ী সত্যজিত রায় আর্কাইভটিকে নয়া রূপ দিয়ে প্রাইভেট স্ক্রীনিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে|আর্কাইভটির মধ্যে যে চেম্বারটি রয়েছে তাতে একটি অফিসরুম তৈরী করা হবে|শীততাপনিয়ন্ত্রিতকরণ ও লাইট সাউন্ডের সিস্টেমের উন্নত মান,গ্রীনরুম,শিশু কিশোর আকাদেমির প্রবেশদ্বার,প্রেক্ষাগৃহের আসন,রবীন্দ্রসদনের লাইট সাউন্ডের সিস্টেম ইত্যাদি পুনর্নবীকরণ ও আধুনিকীকরণের মাধ্যমে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য ব্যবস্থা নেওয়া হতে চলেছে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...