রেনাউল্ট এবং নিসান আনতে চলেছে নতুন ফিচারের ৬ গাড়ি

বড় সুখবর গাড়িপ্রেমীদের জন্য। ফরাসি গাড়ি কোম্পানি রেনাউল্ট এবং জাপানের গাড়ি নির্মাতা নিসান ভারতের বাজারে আনতে চলেছে ৬ নতুন গাড়ি। ভারতীয় গাড়ি বাজারে ভারতীয় মুদ্রায় ৫,৩০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে তারা।  উভয় সংস্থাই ছয়টি নতুন মডেল লঞ্চ করবে। তার মধ্যে দুটি ইলেকট্রিক মডেল।

দুই সংস্থার আসন্ন ইলেকট্রিক মডেল সিএমএফ ও এইএফ প্ল্যাটফর্মের ওপর বেসড হবে। মডেল সম্পর্কে খুব বেশি তথ্য বা নাম জানা যায়নি। দুই সংস্থার আওতাতেই তৈরী হবে গাড়িগুলির ভারতীয় ভার্সান। কাইজার আর ম্যাগনাইটে যেমন পার্থক্য চোখে পড়ে এক্ষেত্রেও তেমনটা থাকবে।   

রেনাউল্ট কুইড EV আবার ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। যদিও এ ব্যাপারে বিশদ তথ্য মেলেনি এখনও। অন্যদিকে, ভারতীয় বাজারে ফার্স্ট জেনারেশন রেনাউল্ট ডাস্টার ভাল সাড়া জাগিয়েছিল। এখন দেশে থার্ড জেনারেশন ডাস্টার আনার লক্ষ্যে নজর দিয়েছে সংস্থা। দুটি নতুন এ-সেগমেন্টের বৈদ্যুতিক যান চালু করা হবে, যা হতে চলেছে ভারতে রেনাউল্ট এবং নিসান-এর জন্য প্রথম EVs।

এটা শেয়ার করতে পারো

...

Loading...