আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মধ্যেই ভারতীয় বাজারে নিসান এবং রেনোঁ যুক্তভাবে আনতে চলেছে চারটে নতুন গাড়ি। এই গ্র্যান্ড এন্ট্রির বিষয়ে আগেই নিশ্চিত করেছে তাঁরা।
এই বিষয়ে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে এই চার গাড়ির মধ্যে দুটি পাঁচ সিটার SUV থাকবে। এছাড়া জানা গিয়েছে যে এই সঙ্গে সাত সিটার মডেলও আনবে কোম্পানি।
জানা গিয়েছে যে এই দুটি আসন্ন মাঝারি SUV-এর একটি টিজার ধারণা প্রকাশ্যে আনা হয়েছে। সেই SUV-গুলির মডেলের আকার হবে রেঁনো-নিসান জোটের। এই গাড়িগুলি দেশে CMF-B প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হবে, যা রেনোঁর ব্র্যান্ড Dacia-র গ্লোবাল মডেলের থেকে অনুপ্রাণিত হতে পারে।
এছাড়া মনে করা হচ্ছে যে এই CMF-B-ভিত্তিক 5-সিটার SUV, হারিয়ে যাওয়া 'ডাস্টার' নেমপ্লেটে ভারতীয় বাজারে ফের লঞ্চ করা হতে পারে। এও নতুন প্রজন্মের রেনোঁ ডাস্টার চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিশ্ববাজারে প্রকাশ করা হয়েছে।
এছাড়া জানা গিয়েছে যে সম্প্রতি টিজারে লঞ্চ করা CMF-B SUV গ্লোবাল-স্পেক ডাস্টারের তুলনায় কিছু স্টাইলিং পরিবর্তন নিয়ে আসবে। ডিজাইন করা নতুন হেডল্যাম্পের পাশাপাশি একটি নতুন ফ্রন্ট বাম্পার থাকবে এই গাড়িতে। এছাড়া এই নতুন নিসান এসইউভিতে নতুন ধরণের এলইডি ডিআরএল রয়েছে যা ফ্রন্ট লাইট বারের সঙ্গে মিশে গেছে।
এই তিন সারির মাঝারি আকারের SUV-র সেগমেন্টেই সার সিটার ভেরিয়েন্ট থাকবে। তার মধ্যে বর্তমানে Hyundai Alcazar, MG Hector Plus, Tata Safari এবং Mahindra XUV700 গাড়িগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া এই তিন সারির SUV-র
রেনোঁ ডাস্টার, নিসান এসইউভি, কোন ফরম্যাটে আসছে
তিন সারির মাঝারি আকারের SUV-র ক্রমবর্ধমান সেগমেন্টকে বিবেচনা করে উভয় SUV-এরই রেঞ্জে তাদের নিজ নিজ 7-সিটার ভেরিয়েন্ট থাকবে। যার মধ্যে বর্তমানে Hyundai Alcazar, MG Hector Plus, Tata Safari এবং Mahindra XUV700 অন্তর্ভুক্ত রয়েছে। উভয় SUV-এর 3-সারির নতুন সংস্করণে কিছু বিশেষ স্টাইলিং উপাদান এবং একটি দীর্ঘ হুইলবেস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কোম্পানীর তরফ থেকে জানা গিয়েছে যে ২০২৫ সালে ভারতে রেনোঁ ডাস্টার আসবে। তবে কোনওরকম অনুষ্ঠানিক লঞ্চের ডেট কিংবা সময় প্রকাশ করা হয়েনি। কিন্তু জানা গিয়েছে যে রেনোঁ এবং নিসানের পাঁচ সিটার SUV গাড়িগুলি প্রথমে লঞ্চ করবে। তারপর তাদের সাত-সিটার ভেরিয়েন্টগুলি লঞ্চ হবে। কোম্পানিগুলো নিশ্চিত করেছে যে উভয় ব্র্যান্ডের পণ্য প্রায় একই সাথে লঞ্চ করা হবে। অতিরিক্তভাবে, আরও দুটি পণ্য চালু করার পরিকল্পনা রয়েছে।
জানা গিয়েছে এই নতুন ভেরিয়েন্ট গাড়িগুলির লঞ্চের পর, তারা প্রতিযোগিতায় নামবে SUV Hyundai Creta, Kia Seltos, Skoda Kushaq, Volkswagen Taigun, Maruti Suzuki Grand Vitara, Toyota Hyrider, Honda Elevate, Citroen C3 Aircross এবং MG Astor-এর মতন বহু মডেলগুলির সাথে।
অন্যদিকে, চলতি বছরের গত ২৭ মার্চ অ্যালায়েন্সের চেয়ারম্যান জিন-ডোমিনিক সোনার্ড, রেনোঁ গ্রুপের সিইও লুকা ডি মিও এবং নিসানের ডিরেক্টর, রিপ্রেসেন্টাটিভ এক্সিকিউটিভ অফিসার, প্রেসিডেন্ট এবং সিইও মাকাতো উচিদা একসাথে মিলে ভারতে ‘রেনোঁ-নিসান প্লান্ট’-এর আহ্বান করেছেন।
অনুষ্ঠানটি সূচনা করা হয়েছিল চেন্নাই শরের, ওরাগামে। সেখানে শুধু তাঁদের আগামী পরিকল্পনার কথা বলেননি, বরং রেনোঁ-নিসান জোটের ২৫ বছর পূর্তিকে স্মরণ করেছেন।
জানা গিয়েছে যে ওরাগাদাম প্ল্যান্টটি অ্যালায়েন্সের দক্ষতার প্রমাণ হিসাবে ২.৭ মিলিয়নেরও বেশি গাড়ি মন্থন করা হয়েছে, যার মধ্যে ১.২ মিলিয়নের মধ্যে ১০০টিরও বেশি গন্তব্যে রপ্তানি করা হয়েছে।
এছাড়া এই রেনল্ট-নিসান জোট প্রধান রপ্তানি কেন্দ্র হিসাবে দৃষ্টি আকর্ষণ করছে দেশে এবং '360-ডিগ্রি হাব' তৈরি করার লক্ষ্যে রয়েছে।
আপনি যদি এই বিষয়ে আরও জানতে চান, তাহলে যোগাযোগ করার সমস্ত তথ্য রইল বিশদে –
- অটোর্যালি নিসান কলকাতা: শোরুমগুলি রয়েছে কলকাতা, কল্যাণী, সোদপুর এবং হাওড়ায়। যোগাযোগ করতে, এই নম্বরে কল করুন-+91 8102020000।
- ব্যানার্জি নিসান: শোরুম রয়েছে দুর্গাপুরে। যোগাযোগ করতে, এই নম্বরে কল করুন-+91 8170000401।