গাছে পোস্টার লাগালেই ২৫,০০০ টাকা জরিমানা, হতে পারে ৩ বছর পর্যন্ত হাজতবাস

গাছের গায়ে পোস্টার বা কোনো ধরণের বিজ্ঞাপন লাগালে এবার গুণতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা, এমনকি হতে পারে হাজতবাসও, এই নির্দেশিকা জারি করে গ্রেটার চেন্নাই পুরনিগমের পক্ষ থেকে বলা হয়েছে ১০ দিনের মধ্যে গাছের উপর থেকে সমস্তরকমের বিজ্ঞাপন বা পোস্টার সরিয়ে নিতে।

               বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে নিগম প্রধান জী প্রকাশ জানিয়েছেন, বিজ্ঞাপনের বোর্ড লাগানোর জন্য গাছে পেরেক পোঁতাটা প্রকৃতি বিরোধী। অনেক ক্ষেত্রে বিভিন্ন পূজো বা অনুষ্ঠানে সাজানোর জন্য গাছে বিদ্যুতের রড ও তার জড়ানো হয়, এটা ক্ষতিকর। এতে গাছের আয়ুষ্কাল কমে যায়।

             আরও জানা গেছে, পুরনিগমের আইন মেনে কড়া শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন ভেঙ্গে কেউ গাছে পোস্টার বা বিজ্ঞাপন লাগালে ২৫,০০০ টাকা জরিমানার পাশাপাশি ৩ বছর পর্যন্ত হাজতবাস হতে পারে।

              চেন্নাই পুর নিগমের এই নয়া নিয়মে সাড়া দিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করে শুভেচ্ছা প্রকাশ করেছেন। যেভাবে দিনের পর দিন উৎসবের নামে গাছের ক্ষতি করে আনন্দ উদযাপন জারি রাখা হয়, তার বিরূদ্ধে এক ধাপ এগোলো গ্রেটার চেন্নাই পুর বিভাগ। নেটিজেনরা মনে করছেন চেন্নাইয়ের পাশাপাশি দেশের অন্যান্য শহরগুলিতেও এই আইন নিয়ে আসতে পারলে সুস্থ জীবনের দিকে এগোবে দেশ।

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...