অতি উত্তম কুমার

অমর শিল্পী উত্তম কুমার। তখনও তিনি পর্দা কাঁপাতেন। এখনও টেলিভিশনে তাঁর ছবি থাকলে দেখতে ভুল করে না দর্শক।

বাঙালির কাছে উত্তমকুমার মানে ঠিক কী? মহানায়ক ? শুধু কি তাই? মহানায়ক পরিচয় ছাপিয়েও বাঙালির কাছে যে উত্তমকুমার বড় আপন, তিনি হলেন সেই চিরন্তন প্রেমিক। যার বুলি-চাহনি, রাগ-অভিমানে কাবু ৮ থেকে ৮০। কথায়, বাঙালি সেলুলয়েডে উত্তমকুমার আজও ‘রোম্যান্টিসিজম’-এর শেষ কথা। সাধে কী আর বাঙালি জীবনের উত্তমযুগের কোনও অবসান নাই। বাঙালির প্রেম নিবেদনের ভাষা ভাব এর স্রষ্ঠা মুকুট যে রবি ঠাকুরেরই মাথায় তা অস্বীকার করার উপায় নেই । রবীন্দ্রনাথ তাঁর নিজ আসনে অটল। কিন্তু বাঙালি নারীর রোম্যান্টিক পুরুষ ‘আইকন উত্তম কুমার। আজ বহু বাঙালি ললনা আজও প্রেমিকের মধ্যে উত্তমকুমারকেই খোঁজে। পোর্ট কমিশনার্সের এক সামান্য কেরানি অরুণকুমার চট্টোপাধ্যায় কী করে হয়ে উঠলেন বাঙালির রোম্যান্টিক নায়ক? জার্নিটা অনেকেই জানেন নিজের মতো করে। তাই তাঁকে স্মরণ করার কোনও দিনক্ষণ হয় না। তার বাংলা ইন্ডাষ্ট্রির জার্নি থেকে টিকে থাকার গল্প উঠে এসেছে নানা সম্পাদকীয় থেকে ম্যাগাজিন-এ তবু তাকে নিয়ে কৌতূহল এর কোনও অন্ত নেই। আজ তাঁর তম জন্ম দিনে নায়কসিনেমার "আই উইল উইন" এই সংলাপটা হয়তো ঝালিয়া নেন আপামর বাঙালি। তার জন্ম দিনে এইটুকু হলপ করে বলা যায়। মহানায়ক তুমি অনন্ত কৌতুহল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...