পরিচালকের মৃত্যুদিন,নক্ষত্রপতন

পাঁচ বছর আগের এই দিনেই নক্ষত্র পতন হয়েছিল বাংলা চলচ্চিত্র জগতে|যে আকস্মিক মৃত্যু আজও ভোলেনি বাঙালি তথা সিনেমা প্রিয় মানুষ|আজ কিংবদন্তি পরিচালক ও শিল্পী ঋতুপর্ণ ঘোষের মৃত্যুদিন|২০১৩ ৩০ মে ঠিক আজকের এই দিনেই পাঁচ বছর আগে তার সকল গুণমুগ্ধদের ছেড়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে|যেখান থেকে আর কোন মূল্যেই ফেরত পাওয়া যাবেনা বাংলার এই রত্ন কে|১৯৬৩ র ৩১শে আগস্ট পরিচালকের জন্মদিন|কলকাতাতেই তার বেড়ে ওঠা ও সমস্ত কিছু|প্রথমে তার সাউথ পয়েন্ট স্কুলে শিক্ষাগ্রহণ ও পরবর্তীকালে অর্থনীতি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা|

চলচ্চিত্র জগতে পরিচালনা শুরুর পূর্বে তিনি এক বিজ্ঞাপন সংস্থায় তার প্রথম জীবিকা শুরু করেন|এরপর ১৯৯২ এর তার ফিচার ফিল্ম ‘হীরের আংটি’ পরিচালনা দিয়েই চলচ্চিত্র জগতে তার প্রথম যাত্রা শুরু|এরপর পিছন ফিরে তাকানোর কথা ভাবা দুরস্থ বরং তার ছবি ছাড়া বাঙালিদের একটা ভাগ তো নিজেকে ভাবতে না পারা শুরু করে|

এরপর তার দ্বিতীয় ছবি ১৯৯৪য়ে মুক্তিপ্রাপ্ত ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘উনিশে এপ্রিল’|এছাড়াও তার ঝুলিতে ছিল অসংখ্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি,যেমন-‘দহন’, ‘বাড়িওয়ালি’, ‘উৎসব’, ‘তিতলি’,’অসুখ’’ প্রভৃতি|এবং তার শেষ ও মুক্তি না পাওয়া ছবি ’তাক ঝাঁক’ সসম্মানে মুক্তি পায় ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...