ইংরেজদের অত্যাচারে যখন জড়জড়িত ভারত, তখন এই অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে রুখে দাড়াতে নেতাজি সুভাষ চন্দ্র বোসের হাত ধরে তৈরী হল ‘আজাদ হিন্দ ফৌজ’। আর সেই সৈন্যদলের ক্যাপ্টেন ছিলেন মালাবার থেকে উঠে আসা এক অগ্নিকণ্যা লক্ষী সেহেগাল।‘রানি জান্সি রেজিম্যান্ট’-র সেনা প্রধান ছিলেন তিনি। ৯৭ বছর বয়সে ২০১২ সালে এই দিনেই প্রয়াত হন লক্ষী সেহেগাল।