কথায় আছে বেটার লেট দেন নেভার..... কিন্তু যেখানে শুধুই নেভারই আটকে যায় সব প্রশ্ন উত্তর । এমন অনেক অব্যক্ত কথা ভিড় করে মণিকোঠায়........ কিন্তু সব কথা হারিয়ে যায় না প্রশ্নের ভিড়ে... কিছু অধ্যায় আত্মপ্রকাশ করে স্বমহিমায়।
তিন তিনটে দশক কেটে গেছে 'গিটারের তার গুলোর শ্রেষ্ঠত্বের শিরোপা পেতে। ২০১৬নোবেল পেলেনআমেরিকার বাউল বব ডিলান। স্মৃতির পাতা উল্টে ফিরে দেখা আরও কয়েকটা বছর।সাল ১৯১৩,রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন গীতাঞ্জলি রচনা করে।সকলেই নিজ নিজ ক্ষেত্রে উপমাহীন। তবে তালিকা থেকে বাদ পড়েছন কেবল একজন,
তিনি মনের মানুষ............
ইতিহাস বলে ফকির লালন সেই পৃথিবীর একমাত্র মানুষ, 'যাঁর কোনও জাত নেই'। পুরান অনুযাই ভগবান শ্রীকৃষ্ণজানকীর গর্ভে জন্ম গ্রহন করেন এবং পালিত হন মুসলিম তাঁতির ঘরে। এযেন জন্মের পর পুর্ণজন্ম।গোটা পৃথিবীর কাছে লালনের অবয়ব মানে১৮৮৯ সালে যতীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ঐতিহাসিক একটি মাত্র ছবি। অবশ্য যে মানুষ চেতনায় থাকেন, তাঁর দর্শন তো 'মনের চোখে',। আত্মউপলব্ধির যে তত্ব স্রেফ মুখে মুখে ছড়িয়ে দিলেন আত্মভোলা মানুষটা, তার কাছে কি আক্ষরিক পুরস্কারসত্যই নিশ্প্রয়োজন। নাকি মৃত্যুর পরও বড় বেশি করেজীবিত থাকাটাই তার পুরস্কার। তাই 'গানে গানে তোমারে দিলাম, ভালোবাসার সেলাম'।
মন্ত্রে মন্ত্রে গানে গানে রন্ধ্রে রন্ধ্রে যাঁর কথা, ভাবনা ফিরে ফিরে এসেছে তিনি কী লালন ছাড়া আর কেউ হতে পারে?