সম্পর্কের অন্যরকম অনুভূতিতে ‘তকমা’

সব সম্পর্ক এক রকম হয় না। সব সম্পর্ক সমাজের মাপা-দেখার ব্যাকরণ মেনে চলে না। কোনও কোনও ভালোবাসার গল্পের জন্ম হয় অন্য সম্পর্কের সংজ্ঞায়। তেমনি এই গল্প নিয়ে মুক্তি পেতে চলেছে স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘তকমা’।

পরিচালক নবীন কুমার তাঁর স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘তকমা’তে দেখাতে চেয়েছেন, এমন এক সম্পর্কের গল্প, যেটি আমাদের কল্পনার বাইরে। যেখানে সম্পর্কের ডাক নামটাই সব কিছু নয়, তার অনুভূতিটাই আসল।

অনেকসময় বাইরে থেকে দেখে আমরা সব সম্পর্ক বুঝতে পারিনা। কারণ তার জন্য দরকার হয় এক গভীর অনুভূতির। আর সেই অনুভূতি ও ভালোবাসা দিয়ে তৈরি তথাকথিত সম্পর্কের বাইরে বেরিয়ে এক নতুন সম্পর্কের গল্প নিয়ে মুক্তি পেতে চলেছে শর্ট ফিল্ম ‘তকমা’। প্রযোজনায় ‘পপ ইন আপ ফিল্মস’।

TAKMA1

এই ছবির গল্পের মূল বিষয়, যে কোনো সম্পর্ক বাইরে থেকে দেখে তার উপর একটা নেতিবাচক নাম বসিয়ে দেয় সমাজ। যা ইচ্ছে ‘লেবেল’ লাগিয়ে দেয়। কিন্তু বাস্তব জীবন ঠিক তেমনটা নয়, সব সম্পর্ক একরকম হয় না। কোনো কোনো সম্পর্ক অন্যরকমও হয়। এক সুন্দর সম্পর্কের গল্প নিয়ে এই শর্ট ফিল্ম।
চেনা ছকের ভালোবাসার গল্পের বাইরে অন্যরকম একটি টুইস্টের গল্প।  ছবির শেষে দেখা যাবে সম্পর্কের আসল ব্যঞ্জনা।

ছবিটি পরিচালনা করেছেন নবীন কুমার। প্রধান চরিত্রে অভিনেতা সায়ক চক্রবর্তী, অভিনেত্রী জাগৃতি গোস্বামী। এছাড়া অন্যান্য চরিত্রে সুসময় চাকলাদার, শুভ গাঙ্গুলী, শিবম রায়,  রাজীব বর্ধন, প্রিয়াংশু পান্ডা, শর্মিলা ব্যানার্জী, শ্বেতা বড়ুয়া, নেহা সুরভী দাস, স্নেহা বিশ্বাস।

এটা শেয়ার করতে পারো

...

Loading...