‘Weekend এ সূর্যোদয়’-এর শুভমুক্তি আজ

ঐতিহাসিক নভেম্বর বিপ্লব মানুষের জীবনে এনে দিয়েছিল মুক্তির নতুন বার্তা। বাকিটা ইতিহাসের দৌলতে জানেন সকলেই। এই নভেম্বর বিপ্লবকে ঘিরে যে নতুন খবরটি রয়েছে তা হল ‘Weekend এ সূর্যোদয়’। সমকালীন প্রেক্ষাপটে শুভ দাশগুপ্তর লেখা একটি মৌলিক গল্পকে ছবিতে প্রাণ দিল অযান্ত্রিক। অযান্ত্রিক’ দলে রয়েছেন পার্থ রাহা, কল্যাণ সেন বরাট, পার্থ রায় চৌধুরী, জয়দীপ মুখোপাধ্যায়। প্রযোজনায় ‘পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ’ 

গল্পের কেন্দ্রে রয়েছে পাঁচ বন্ধু। শহরের দমবন্ধকর পরিবেশে হাঁপিয়ে উঠেছে তারা। তাই সবুজের আস্বাদ নিতে তারা পাড়ি দেয় একটি গ্রামে। সেখানে এমন কিছু মানুষের সঙ্গে তাদের দেখা হয় আর এত সব অজানাকে তারা জানতে পারে যে তার সঙ্গে কোথাও গিয়ে জড়িয়ে থাকে নভেম্বর বিপ্লবের আঁচ। গল্পে রয়েছে অনেক বাঁক। জানতে হলে দেখতে হবে ‘Weekend এ সূর্যোদয়’|

কাহিনি লিখেছেন শুভ দাশগুপ্ত। চিত্রনাট্য লিখেছেন রাজা মিত্র এবং জয়দীপ মুখোপাধ্যায়। আবহ ও সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট। শিল্প নির্দেশক সমীর কুণ্ডু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (বাসব), চন্দন সেন (গোপাল সামন্ত), দেবদূত ঘোষ (সাগ্নিক), বাসবদত্তা চট্টোপাধ্যায় (বসুধা), অনসূয়া মুখোপাধ্যায় (মৃত্তিকা), পামেলা খৈতান (পারুল), শান্তনু (সইদুল), সৌভিক (অরিত্র), কৃষ ভট্টাচার্য (সিদ্ধিনাথ) সহ আরও অনেকে।  ক্যামেরায় পার্থ রায়চৌধুরী, প্রদীপ দাস। সম্পাদনা ও সৃজনে পার্থ রায়চৌধুরী। নির্বাহী পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।

গান গেয়েছেন লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী, রূপঙ্কর বাগচি, শুভপ্রসাদ নন্দী মজুমদার, জয়ন্তী সোরেন, দুর্নিবার সাহা, জয়িতা বন্দ্যোপাধ্যায়, দিশা রায়, পিলু ভট্টাচার্য এবং ক্যালকাটা কয়ার। ছবিতে রয়েছে কিছু রবীন্দ্র সঙ্গীত। তা ছাড়াও রয়েছে কিছু গণনাট্য সঙ্গীত, যেগুলি আজ প্রায় হারাতেই বসেছে। আবৃত্তি শোনা যাবে ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং রজত বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সাঁওতালি অনুবাদের দায়িত্বে ছিলেন পূর্ণিমা হেমব্রম।

ছবি মুক্তির প্রাক্কালে এক স্পেশাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ। হাজির ছিলেন ছবির সকল কলাকুশলী। উদ্বোধন করেন ঊষা গাঙ্গুলি, চিত্রা সেন এবং অনীক দত্ত। হাজির ছিলেন বহু বিশিষ্টজন। 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...