চূর্ণী গাঙ্গুলি পরিচালিত ছবি ‘তারিখ’ দর্শক দরবারে আসছে ঠিক ১২ এপ্রিল। চূর্ণী গাঙ্গুলি পরিচালিত প্রথম ছবি ‘নির্বাসিত’। তসলিমা নাসরিনের গল্পাশ্রয়ী ছবি ছিল ‘নির্বাসিত’। ২০১৫ সালে মুক্তি পায় সেই ছবি। ছবিটি জাতীয় পুরষ্কারও পায়। ‘বেস্ট বেঙ্গলি ফিল্ম অ্যান্ড সাউন্ড ডিজাইনার’ ট্রফি পায় ‘নির্বাসিত’। আর এবার চূর্ণী গাঙ্গুলি বানালেন ‘তারিখ’। এই ছবিটিও যথারীতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি পুরস্কার ব্যাগবন্দী করে ফেলেছে। সেদিক থেকে দেখতে গেলে চূর্ণী পরিচালিত দ্বিতীয় ছবি ‘তারিখ’। ছবিতে অভিনেতাদের তালিকাও বেশ বড়সড়, থুড়ি নামজাদা। রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী, অলকনন্দা রায়, জুন মালিয়া, কৌশিক গাঙ্গুলি, অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, শিশু শিল্পী অ্যাডোলিনা সহ আরও অনেকে।
ছবিতে গানের এক বিশেষ ভূমিকা রয়েছে। ইতিমধ্যেই ‘বন্ধু’ শিরোনামের গানটি এসেছে সামনে। ইউটিউবে বেশ কামাল দেখাচ্ছে গানটি। গানটি লিখেছেন কৌশিক গাঙ্গুলি। সুর ঢেলেছেন রকেট মণ্ডল। গেয়েছেন রূপঙ্কর বাগচি। মিউজিক প্রোডাকশন এবং প্রোগ্রামিং-এর দিকটি সামলেছেন রাজা নারায়ণ দেব। গিটারে রিদিম শ। রেকর্ড মিক্সিং-এ শ্রীরূপ চ্যাটার্জি। ধীরে ধীরে বাকি গানগুলিও আসবে সামনে। শহর কলকাতার বিভিন্ন জায়গায় হয়েছে ছবির শুটিং।
ছবির গল্প সম্বন্ধে যতদূর জানা যায় তা হল- বন্ধুত্ব, ঘনিষ্ঠতা এবং জটিল সম্পর্কের রসায়ণ রয়েছে গোটা ছবিতে। আদর্শবাদী, বাস্তববাদী আর প্রথানুসারী এই তিন রকমের চরিত্রের মানুষকে এই ছবিতে তুলে ধরবেন পরিচালক চূর্ণী গাঙ্গুলি। আজকের দিনে ভার্চুয়াল ওয়ার্ল্ডের বন্ধুত্বেই মানুষ অধিক বিশ্বাসী। সোশ্যাল মিডিয়ায় এগিয়ে চলে বন্ধুত্ব। বন্ধুর সশরীরে উপস্থিতির সেখানে প্রয়োজন পড়ে না। বিষয়টিকে একজন আদর্শবাদী, একজন বাস্তববাদী আর একজন প্রথানুসারী মানুষ কী ভাবে দেখছেন মূলত সেই দিকটিই উঠে আসবে ছবির পরতে পরতে। এমনটাই জানা গিয়েছে। বাকিটা জানা যাবে আগামী ১২ এপ্রিল। অপেরা মুভিজের প্রযোজনায় আসছে এই ছবি। আরেকবার মনে করিয়ে দিই, ‘বিসর্জন’ এবং ‘বিজয়া’ ছবি দুটিও মুক্তি পায় এই প্রযোজনা সংস্থার ঘর থেকেই।