রিজেন্ট পার্ক সার্বজনীন | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

“হাওয়ায় হাওয়ায় কাশের দোলায়, দুলে উঠছে মন

সময় তো প্রায় হয়েই এল,  অপেক্ষায় মায়ের আগমণ”

একজন বাঙালির কাছে দুর্গা পুজোটা শুধু পুজো নয়, একটি আবেগ। তাই প্রতি বছর এই সময়টার জন্য অপেক্ষায় থাকে গোটা বাঙালি সম্প্রদায়। 

যা শুধুমাত্র পশ্চিম বঙ্গে নয়, দেশের বিভিন্ন রাজ্য হোক বা বিদেশ, যেখানে বাঙালি আছে সেখানে দুর্গা পুজোও আছে।  জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষে আমদের স্টুডিওতে উপস্থিত ছিলেন  টালিগঞ্জ পুর্বাচল ক্লাব পরিচালিত, রিজেন্ট পার্ক সার্বজনীনের  সদস্যারা।  উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সম্পাদক দেবব্রত দাস আর ক্লাবের দুইজন সাংস্কৃতিক সদস্য ইন্দ্রনীল দেইন্দ্রনীল মুখার্জী।  সঞ্চালক রিত্তিকার সাথে জেনে নিলাম তাদের পুজোর বিষয়।  

 ৭০তম বর্ষে পদার্পন করল রিজেন্ট পার্কের পুজো।  মাঝে ২০১৪ আর ২০১৫ সালে থিমের পুজো করলেও পল্লীবাসীর কথা ভেবে  আবার সাবেকিআনায় ফিরে যায় তারা।  তাদের মতে পাড়ার লোক মায়ের সনাতনী রুপ দেখতেই  বেশি পছন্দ করে বলে থিম পুজো ত্যাগ করতে হয় তাদের।  তৃতীয়ায় উদ্বোধনের মাধ্যমে শুরু হবে তাদের ২০১৯ শারদোৎসবের পথচলা। প্রতি বছর অষ্টমীর দিন সকল পল্লীবাসীকে নিয়ে ক্লাব কর্তৃপক্ষোর তরফ থেকে এক ভোগ বিতরণীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। দশমীতে পল্লীবাসীদের নিয়ে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আর একদশীর দিন বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় তাদের শারদোৎসবের যাত্রা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...