রেড অ্যালার্টে মুম্বই

গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন থেকেই বানভাসী হল মুম্বই। আগস্ট তুলনামূলকভাবে শুকনো গেলেও সেপ্টেম্বরের শুরুতেই প্রবল বর্ষণে বেহাল দশা বাণিজ্য নগরীর।    

মঙ্গলবার রাত থেকে শুরু হয় ভারী বর্ষণ। টানা ছ’ঘন্টা চলে। বুধবার টানা বৃষ্টিতে জলবন্দি মুম্বই।

আবহাওয়া দপ্তর মুম্বইতে রেড অ্যালার্ট জারি করেছে। আগামী ২৪ ঘন্টায় আরো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোলরুম। যে কোন বিপদে ডায়াল-১০০ ফোন করতে বলা হয়েছে। মেটেরোলজি বিভাগের ডেপুটি ম্যানেজার জানিয়েছেন, মুম্বই-এর সেপ্টেম্বরের বৃষ্টিপাত গড়মাত্রা অতিক্রম করে গিয়েছে।

বাণিজ্য নগরীর ওপর দিয়ে বয়ে যাওয়া মিঠি নদী বিপদরেখায় বইছে। তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন অঞ্চলে জলবন্দী মানুষকে উদ্ধার করতে তৎপর হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নৌসেনা।

 বিপর্যস্থ হয়ে পড়ে যান চলাচল।  ছত্রপতি শিবাজি বিমানবন্দরে  ৩০ টি উড়ান বাতিল হয়েছে। নির্ধারিত সময়ের থেকে দেরিতে ছেড়েছে ১১৮ টি বিমান। বিমানবন্দরের ওয়েবসাইট অনুযায়ী ১৪ টি আপকামিং ফ্লাইট এবং ১৬ টি আউটবাউন্ড ফ্লাই বাতিল করা হয়েছে মঙ্গলবার থেকে।

যদিও সরকারি বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পরিস্থিতি স্বাভাবিক’।

রেল পরিষেবাও ব্যহত হয়েছে ব্যাপকভাবে। বাতিল করা হয়েছে দূরপাল্লার ট্রেন। একাধিক লোকাল ট্রেনও।  

বুধবার সরকারি বেসরকারি সব স্কুলে প্রাকৃতিক পরিস্থিতির কারণে ছুটি ঘোষনা করা হয়।

মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত  ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে সান্তাক্রুজ, থানেসহ একাধিক এলাকা।   

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...