কিভাবে উদ্ধার করবেন ভুলবশত অ্যান্ড্রয়েড ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ডেটা?

আমরা অনেকসময়ই ভুলবশত মোবাইল থেকে ডিলিট করে ফেলি মূল্যবান কিছু ফটো, ভিডিও, বা অন্যান্য তথ্য বা মোবাইল ফোন ফরম্যাট করে ফেলি। অনেকক্ষেত্রেই তা ফিরিয়ে আনা সমস্যার হয়ে পড়লেও কোনো কোনো সময়ে তা আবার ফিরিয়ে আনা সম্ভব ডেটা যদি মেমরি কার্ড থেকে ডিলিট হয় তাহলে তাকে ফিরিয়ে আনার একটি পদ্ধতি রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কি সেই পদ্ধতি। গুগল প্লে স্টোরে পাওয়া যায় নানান ডেটা রিকোভারি সফটওয়্যার। তার মধ্যে বেশ পরিচিত একটি সফটওয়্যার হলো রেকুভা আপনি আপনার পছন্দ মতো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিন। আগে থেকেই আপনার বাকি দরকারি জিনিসপত্র একটা ফাইলে স্টোর করে নিন যাতে রিকোভারির সময় এগুলো না ডিলিট হয়ে যায়। এবার রিকোভারি সফটওয়্যারটি চালু করে প্রতিটি নির্দেশ ফলো করলেই ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলির একটি লিস্ট আসবে। সেখান থেকে দরকার মতন ফাইল রিকোভার করে নিলেই কেল্লাফতে! ফোনের ইন্টারনাল মেমরি থেকে ফাইল ডিলিট হলে তা ফিরিয়ে আনা বেশ সমস্যার। কিন্তু এক্ষেত্রে কিছুটা সাহায্য করতে পারে গুগল প্লে স্টোরের ডিস্ক ডিগার অ্যাপ ফোনটি রুট করা থাকলে সহজেই আপনি বেছে নিতে পারবেন ডিলিট হওয়া ফোল্ডারগুলি। সিলেক্ট হয়ে গেলে সেভ বোতামে ক্লিক করে ফাইলগুলি রিকভার করতে পারবেন কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে শুধুমাত্র রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইস থেকেই  এভাবে ডেটা উদ্ধার করা সম্ভব। রেকুভা ডিস্ক ডিগার অ্যাপের পাশাপাশি গুগুল ফাইলস গো, ডেটা রিকভারির মত অ্যাপও বেশ কার্যকরী। তবে এর মধ্যে অনেক স্প্যাম অ্যাপলিকেশনও থাকে, তাই কোনো কিছু ইন্সটল করার আগে সাবধান হওয়া জরুরী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...