আইপিএলে শতরান বা অর্ধশতরানের রেকর্ড তো অনেকেরই আছে। ব্যাট হাতে বিধ্বংসী রূপ ধারণ করাটা তো আইপিএল-এ নতুন কিছু নয়। ঠিক সেইরকমই এমনও অনেক খেলোয়াড় আছে যারা ব্যাট হাতে বিধ্বংসী রুপ ধারণ করাটা তো দুর অস্ত একের পর এক ম্যাচে শূণ্য রান করে ডাগ আউটে ফিরে গেছে। চলতি আইপিএল মরশুমেও তার ব্যাতিক্রম হয়নি। ২০১৯ আইপিএলে এই লাঞ্ছিত রেকর্ডের অধিকারী হয়েছেন রাজস্থানের অ্যাস্টন টার্নার। সোমবার দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে এই রেকর্ড গড়েন তিনি। প্রথম ইনিংসের ১৭ তম ওভারে ইশান্তের বলে শূন্য রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গে টানা তিন ম্যাচে শূণ্য করে এই রেকর্ডের অধিকারী হন অজি তারকা৷ আইপিএলের ইতিহাসে তিনি তৃতীয় ক্রিকেটার, যিনি একই মরশুমে পর পর তিনটি ম্যাচে শূন্য রানে আউট হলেন৷ আগের দু’টি ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধেও খাতা খুলতে পারেননি টার্নার৷ এর আগে একই আইপিএল মরশুমে পর পর তিনটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন গৌতম গম্ভীর(২০১৪) ও শার্দুল ঠাকুর (২০১৭)৷ আইপিএলে পর পর তিনটি ম্যাচে খাতা না খুলতে পারার নজির রয়েছে আরও তিন ক্রিকেটারের, তবে তাদের ২টি মরশুম লেগেছে৷ অশোক দিন্দা (২০০৯-১১), রাহুল শর্মা (২০১২-১৩) ও পবন নেগী (২০১৮-১৯)। এখন দেখার সামনের ম্যাচ গুলিতে কি রকম পারফরম্যান্স করেন টার্নার।