বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং –এর কবলে জেরবার গোটা বিশ্ব। ভারতের নামও যুক্ত সেই তালিকায়। গ্রীষ্মকালে গরমে হাঁসফাঁস করে মানুষ। আবার শীতকালে গোটা ভারতে ঠান্ডার প্রকোপ বেড়েই চলেছে। দিল্লি-এনসিআর এবং উত্তরপ্রদেশের পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের মতো রাজ্যগুলিতে শীত বেশ কষ্ট দিচ্ছে। এ বিষয়ে বিশ্ব আবহাওয়া দফতর অর্থাৎ ডব্লিউএমও সতর্কবার্তা জারি করল।
বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, ২০২৫ সালেও তাপমাত্রার রেকর্ড ব্রেক করতে পারে। এর ফলে গ্রীষ্মে প্রচণ্ড গরমের মুখোমুখি হতে হবে মানুষকে। যা মানুষের পক্ষে তা সহ্য করা কঠিন হয়ে পড়বে। এর আগে, ২০২৩ এবং ২০২৪ সালে অত্যাধিক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। বর্তমান বছর অর্থাৎ ২০২৫ সালেও তার ব্যতিক্রম হবে না। WMO –র মতে, ২০২৫ সালটি রেকর্ডে সবচেয়ে উষ্ণ বছর হতে চলেছে। যা, প্রথমবারের মতো প্যারিস চুক্তির সীমা ১.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে।
প্যারিস চুক্তির লক্ষ্য হল বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্প স্তরের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা। এই চুক্তির অধীনে, বিশ্বের গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করার প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু চলতি বছরে তা সফল হওয়ার সম্ভাবনা কম।
এ বিষয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ২০১৫ থেকে ২০২৪ সাল বিশ্বের সবচেয়ে উষ্ণতম দশ বছর।