ব্রিটেনের নির্বাচনে এবারে মহিলা প্রার্থীর আধিক্য

ব্রিটেনে ভোট অনুষ্ঠিত হবে আগামী মাসে। ১২ডিসেম্বর যে ভোট হবে, সেই ভোটপর্বে মহিলা প্রার্থীর সংখ্যা এবারে অন্যান্যবারের রেকর্ড ভেঙে দিয়েছে। শতাংশের বিচার করতে গেলে যা মোট প্রার্থীসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ। আলাদা করে লেবার পার্টিও তাদের প্রার্থী পদে রেকর্ড গঠন করেছে। তাদের মোট প্রার্থীর অর্ধেকই মহিলা। তার পাশাপাশি কনজারভেটিভ এবং লিবারাল ডেমোক্র্যাট প্রার্থীদের মধ্যে এক-তৃতীয়াংশ মহিলা।

                সূত্রের খবর, আসন্ন নির্বাচনে বিভিন্ন দল মিলিয়ে প্রায় ১ হাজার ১২০ জন মহিলা প্রার্থী হিসেবে লড়াই করবেন। যা মোট প্রার্থীপদের হিসেবে ৩৪ শতাংশ। উল্লেখ্য, ২০১৭ সালে ২৯ শতাংশ এবং ২০১৫ সালে ২৬ শতাংশ মহিলা নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারে প্রার্থী মনোনয়ন হিসেবে ৩ হাজার ৩২২ জন প্রার্থী মনোনয়ন পেশ করেছেন। আরও জানা গেছে, আসন্ন নির্বাচনে লেবার পার্টির তরফ থেকে ৬৩১ জন প্রার্থী মনোনয়ন পেশ করেছেন (স্পিকার স্যার লিন্ডসে হয়েল সিট, কোর্লে, ল্যাঙ্কাশায়ার)। এঁদের মধ্যে ৩৩৩ জনই মহিলা। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে লিসা ন্যান্ডি, ভ্যালেরি ভাজ, প্রীত কৌর গিল, সীমা মালহোত্রার মত ভারতীয় বংশোদ্ভূত এমপিরাও আছে। কনজারভেটিভ পার্টির প্রার্থী তালিকায় ভারতীয় বংশোদ্ভূত এমপি তথা হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল এবং সুয়েল্লা ফার্নান্ডেজও রয়েছেন। নির্বাচনে ৬১১ টি আসনের প্রার্থী লিবারাল ডেমোক্রাটদের। তার মধ্যে ১৮৮ জন মহিলা। মোট পদপ্রার্থীর ৩১ শতাংশ। গতবারের ২৯ শতাংশের থেকে সামান্য বেশি। পাশাপাশি ছোট দু'টি দল গ্রিন এবং স্কটিশ ন্যাশনাল পার্টির তরফে অধিকতর মহিলা প্রার্থী মনোনয়ন পেশ করেছেন। যা মোট প্রার্থীর ৩৪ শতাংশ। আবার ব্রেক্সিট পার্টির ২৭৫ জন প্রার্থীর মধ্যে রয়েছেন ৫৪ জন মহিলা। শতকরার হিসেবে যা ২০ শতাংশ প্রার্থী।

                            

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...