মাঝেরহাঁট ব্রিজের পুনর্গঠন

১৬০ কোটি টাকা ব্যায় করে তৈরী হচ্ছে মাঝেরহাঁট ব্রিজ ইতিমধ্যে ব্রিজ তৈরীর টেন্ডার প্রক্রিয়া শেষ ৷পাঞ্জাবের একটি সংস্থাকে ব্রিজ তৈরীর বরাত দিতে চলেছে পশ্চিম বঙ্গ সরকার মাঝেরহাঁটের ব্রিজ বির্পয়ের ফলে বেহালা বাসীর একমাত্র সঙ্গী ছিল অটো সেই সুযোগে অটো চালকেরাও বাড়িয়ে দিয়েছিলো ভাড়া। চরম ভোগান্তির স্বীকার হতে হয় বেহালা বাসিদের যাত্রীদের জন্য বিকল্প পথ থাকলেও সমস্যার সমাধান হয়নি৷ সেই সমস্যার সমাধান করতে উদ্যোগী হয় রাজ্য সরকার ব্রিজ তৈরীর কাজের জন্য সরকারের তরফ থেকে টেন্ডার ডাকা হয়েছিল। ২৫ অক্টোবর আবেদনকারী সংস্থার মধ্যে থেকে বেছে নেওয়া হয় পাঞ্জাবের একটি কনস্ট্রাকশন কোম্পানিকে। যদিও নতুন ব্রিজ তৈরির পর পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও বছরের খানেকের অপেক্ষা বলে জানা গেছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...