বাচিকশিল্পী ঋতুরাজের আয়োজনে ' বসন্তরাগিনী'

আজি বসন্ত জাগ্রত দ্বারে...

বসন্তের আগমনে রঙিন হয়ে উঠেছে প্রকৃতি। রঙে মেতে ওঠার ডাক দিয়ে দুয়ারে দোল। আনন্দ বসন্তের সমাগমে গৃহবাসীর এবার মনের বন্ধ দরজাগুলোর আগল খোলার সময়। আবির, ফাগ, গুলালে বদলে যাবে হৃদয়ের আনাচ-কানাচ। মধুময় হয়ে উঠবে ধরিত্রী।   

বিশিষ্ট বাচিকশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক ঋতুরাজ প্রামাণিক তাঁর সংস্থা ' নান্দনিক মানুষ’ পক্ষ থেকে প্রতি বছরের মত এবারেও বসন্ত উৎসবের আয়োজন করতে চলেছেন । সহযোগিতায় উদীয়মান ভরতনাট্যম নৃত্যশিল্পী পিপাসা বারিক। এবছর অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হবে।

প্রথম পর্ব আগামী ৩ মার্চ উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ী নাটমন্দিরে। অনুষ্ঠানের নাম ‘বসন্তরাগিনী’। দ্বিতীয় পর্ব আগামী ৫ মার্চ শান্তিনিকেতনের উৎসর্গ মঞ্চে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে ‘বসন্ত বন্দনা’।

৩ মার্চ সন্ধ্যায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট নৃত্যশিল্পী পলি গুহ। মঞ্চস্থ হবে গান, কবিতা আলেখ্য সঙ্গে বিভিন্ন নৃত্যশৈলী। বিশেষ আকর্ষণ শান্তিনিকেতনের রবীন্দ্র ধারায় নৃত্য নিবেদন। অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে থাকবে শিল্পীদের সম্বর্ধনাজ্ঞাপন। অনুষ্ঠান পরিচালক ঋতুরাজ জানিয়েছেন,  তিনি আশাবাদী প্রতিবারের মত এবারও দর্শকের মন ছুঁয়ে যাবে এই অনুষ্ঠান। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...