পুলওয়ামা ঘটনার জেরে তিরবিদ্ধ ক্রীড়ামহল। চলতি মরশুমে আইলিগ প্রায় শেষ পর্যায় এসে হাজির। বাকি হাতে গোনা কয়েকটি ম্যাচ। যাদের মধ্যে বেশি সংখ্যক ম্যাচ বাকি রিয়েল কাশ্মিরের। আর সেখানেই বিপত্তি। কাশ্মিরে সম্প্রতি ঘটে যাওয়া নাশকতার জেরে কোনও দলই শ্রীনগরে ম্যাচ খেলতে যেতে ইচ্ছুক নন। সবার মনে একটাই চিন্তা ফুটবলারদের কতটা সুরক্ষা প্রদান করতে পারবে কাশ্মির প্রশাসন। ইতিমধ্যে খেলা থেকে পিছিয়ে এসেছে মিনার্ভা পাঞ্জাব। ২৮শে ফেব্রুয়ারি নিজেদের ঘরের মাঠে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার কথা রিয়েল কাশ্মিরের। তার আগেই ক্লাবের তরফ থেকে লাল হলুদ শিবিরে টুইট করে বার্তা প্রদান করা হয়। যাতে ইস্টবেঙ্গলকে উদ্দ্যেশ্য করে বলা হয় “আমাদের এখানে এসে ফুটবল খেলে যাও, তোমাদের সুরক্ষা প্রদান করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে”। যদিওবা ইস্টবেঙ্গলের তরফ থেকে এখন পর্যন্ত কোনও চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবুও বিষয়টি খতিয়ে দেখবে লাল হলুদ কর্তৃপক্ষ। পাঞ্জাবের পরেই ইস্টবেঙ্গলও ম্যাচের স্থান পরিবর্তন করা নিয়ে এআইএফএফ-কে চিঠি পাঠায়। কিন্তু এখন পর্যন্ত বোর্ডের তরফ থেকে কোনও উত্তর পাঠানো হয়নি বলে সূত্রের তরফ থেকে জানা গেছে। তবে সিদ্ধান্ত রিয়েল কাশ্মিরের বিপক্ষে গেলে লাভ ইস্টবেঙ্গলেরই হবে কারণ ফিফার নিয়ম অনুসারে যদি আয়োজক দলের পারিপার্শ্বিক অবস্থার সংঙ্কটের ফলে কোনও দল খেলতে না চায় তাহলে পুরো পয়েন্ট পাবে সেই দল।এখন দেখার যে অবশেষে সিদ্ধান্ত কার পক্ষে যায়।