একদিকে ঘরের বাইরে নিজেদের ফর্ম ফিরে পেতে ভিলারিয়েল–এর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল রিয়াল মাদ্রিদ, অন্যদিকে এস ডি এইবার-এর বিরুদ্ধে লিগে নিজেদের অপরাজেয় তকমা ধরে রাখতে মরিয়া ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু রবিবার লা লিগায় একদিকে ভিলারিয়েল এর কাছে গ্যারেথ বেল-এর সৌজন্যে ১ পয়েন্ট ছিনিয়ে আনল রিয়াল, অন্যদিকে দুর্দান্ত কামব্যাক করে ৩ পয়েন্ট আদায় করে টেবিলের টপে জায়গা করে নিল অ্যাটলেটিকো।
ভিলারিয়েল – ২ (জেরার্ড মোরেনো, মোই গোমেজ)
রিয়াল মাদ্রিদ – ২ (গ্যারেথ বেল – ২)
শুরু থেকেই আক্রমণে ছিল লস ব্ল্যাঙ্কোসরা। কিন্তু ১২ মিনিটের মাথায় ফার্স্ট পোস্ট থেকে গোল করে রিয়াল গোলকিপার থিবো কুর্তোয়াকে পরাজিত করেন জেরার্ড মোরেনো। এরপর সমতায় ফিরতে মরিয়া ছিল রিয়াল, কিন্তু ভিলারিয়েল-এর কড়া রক্ষণে বারবার আটকে যাচ্ছিলেন জোভিচ-বেঞ্জেমারা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলকে সমতায় ফেরান গ্যারেথ বেল। এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই সমানে-সমানে লড়াই চালিয়ে যাচ্ছিল। দুই দলেরই ডিফেন্স ছিল সদা তৎপর। ৭৪ মিনিটে ভিলারিয়েলকে এগিয়ে দেন মোই গোমেজ। কিন্তু শেষ পর্যন্ত গ্যারেথ বেল আবারও ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন, ৮৬ মিনিটে গোল করে অ্যাওয়ে ম্যাচ থেকে মূল্যবান ১ পয়েন্ট তুলে আনলেন।
অ্যাটলেটিকো মাদ্রিদ – ৩ (জোয়াও ফেলিক্স, ভিটোলো, থমাস পার্তে)
এইবার – ২ (চার্লস, আনাইতস আরবিয়া)
ঘরের মাঠে তিন পয়েন্ট সহজেই তুলে নেবে অ্যাটলেটিকো, এটা ধরে নিয়েছেন অধিকাংশ ফুটবল বিশেষজ্ঞরা। কিন্তু শুরুতেই ঝটকা দিয়ে দিয়েছিল এইবার। ৭ ও ১৯ মিনিটে দলকে দুই গোলের মাধ্যমে এগিয়ে দিয়েছিলেন যথাক্রমে চার্লস ও আনাইতস আরবিয়া।
কিন্তু ২৭ মিনিটে কেরিয়ারের প্রথম স্প্যানিশ লিগ গোল করে কামব্যাকের সূচনা তৈরি করে দিয়েছিলেন তরুণ পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স।এরপর দ্বিতীয়ার্ধে একমুখী আক্রমণাত্মক খেলায় ৫২ মিনিটে দলকে সমতায় ফেরান ভিটোলো।আর একেবারে নির্ধারিত সময়েরশেষ মিনিটে জয়সূচক গোলটি করেন ঘানাইয়ান মিডিও থমাস পার্তে।