চলতি আইপিএলের সপ্তদশ ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাসওয়ামি স্টেডিয়ামে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই আইপিএলে এখনও খাতা খুলতে পারে নি কোহলি অ্যান্ড কো, তাই আজকে যে কলকাতাকে তারা একটা মরণ কামড় দেবে যা বলাই যায়। অন্যদিকে দিল্লির বিরুদ্ধে ম্যাচ হেরে লিগ টেবিলের চতূর্থ স্থানে আছে দিনেশ কার্তিক। আজকের ম্যাচ জিতলেই প্রথম স্থানে উঠে আসার সম্ভাবনাকে হাতছাড়া করতে চাইবে না নাইটরা। নাইটদের ব্যাটিং নিয়ে কোনও সমস্যা না থাকলেও আগের ম্যাচে বোলারদের ছন্দহীন পারফরম্যান্সের জেরে ১৮৬ রান করেও দিল্লির বিরুদ্ধে হারতে হয় তাদের। তাই বোলিং সমস্যা না মেটাতে পারলে আজকের ম্যাচও হাতছাড়া হতে পারে কলকাতার। বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ থাকলেও প্রতিটি ম্যাচ তারা নির্ভর করে থাকে বিরাট কোহলি আর ডিভিলিয়ার্সের ওপর। তাই এই দুই ব্যাটসম্যানের উইকেট যদি শুরুতেই ফেলে দেওয়া যায় তাহলেই ম্যাচ কলকাতার। তার ওপর যদি চিন্নাসওয়ামিতে ফের রাসেল ঝড় ওঠে তাহলে সেই ঝড় সামলানো কঠিন হয়ে যাবে কোহলি বাহিনীর। তাই রাসেল অস্ত্র ভোঁতা করতে এখন চ্যাহেল অস্ত্রতে শান দিতে ব্যাস্ত বেঙ্গালুরু। তবে কলকাতার চিন্তার কারণ হতে পারে ছন্দে না থাকা ক্রিস লিন ও নারিনের চোট। যদি এই দুটি সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে তৃতীয় জয়ের স্বাদ পেতেই পারে কলকাতা। তবে ভুলে গেলে চলবে না যে আজকে আরসিবির হোম ম্যাচ। তাই লিগ টেবিল দেখে আজকের ম্যাচ বিচার করা চলবে না। পরিসংখ্যান অনুযায়ী আজকের ম্যাচে সামান্য হলেও এগিয়ে থাকছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।