মোহালিতে মহারণ

চলতি আইপিএলে যদি কোনও দলের করুণ অবস্থা হয়, তাহলে সেটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টানা ৬টি ম্যাচ খেলে এখনও আইপিএলের খাতা খোলেনি তাদের। চলতি আইপিএল মরশুমের ২৮ তম ম্যাচে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাবের, যারা সাত ম্যাচে আট পয়েন্ট পেয়ে আপাতত পঞ্চম স্থানে আছে। তবে আজকের ম্যাচ জিতলে দ্বিতীয় বা তৃতীয় স্থানে উঠে আসার সম্ভাবনা আছে তাদের। তাই আজকের ম্যাচ থেকে দুই পয়েন্ট পেয়ে ব্যাঙ্গালোরের প্লে অফসে যাওযার ক্ষীন আশা থেকে বঞ্চিত করতে প্রস্তুত অশ্বিনের অশ্বমেধ। তবে মনোবল তলানিতে এসে ঠেকা কোহলিরাও চাইবে শেষ কামড় টি দিতে। তবে ব্যাঙ্গালোরের যা বোলিং লাইনআপ তা কেএল রাহুল আর গেইলদের আটকানোর জন্য যথেষ্ট নয়। তবে দুই পক্ষই তাদের নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের ওপর নির্ভরশীল। তাই সেই দিকটা কোপ মারতে পারলেই দুই দলই লাভবান হবে। তব মোহারিল মত মাঠে জয় পেতে গেলে আজকে দুই দলের মুল মন্ত্র হতে পারে রান। প্রথমে ব্যাট করতে নেমে যদি কোনও দল কমপক্ষে ১৭০-র বেশি রান বোর্ডে তুলে দিতে পারে তাহলে প্রতিপক্ষের  সেই রান তোলাটা একটু কঠিন হতে পারে। তবে ঘরের মাঠে ম্যাচ হওয়ার ফলে অনেকটাই এগিয়ে থাকছে পাঞ্জাব ব্রিগেড

এটা শেয়ার করতে পারো

...

Loading...