লক্ষ্য জয়ের হ্যাটট্রিক

পর পর ৭টি ম্যাচ হারার পর সুপ্ত আগ্নেয়গিরির হঠাৎ জ্বলে ওঠার মত জ্বলে উঠেছে কোহলি ব্রিগেড। ফলাফল পর পর দুটি ম্যাচে জয় যার মধ্যে একটি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তাই স্বভাবতই মনোবল এখন তুঙ্গে ব্যাঙ্গালোরের। আর ব্যাঙ্গালোরের এই মনোবল ও প্লে অফসে যাওয়ার ক্ষীণ আশাকে গুঁড়িয়ে দিতে আজ কোহলিদের ঘরের মাঠে খেলতে নামবে কিংস ইলেভেন পাঞ্জাব। পাঞ্জাব মানেই ক্রিস গেইল ও কেএল রাহুল। তবে দলে ডেল স্টেইন থাকার ফলে কিছুটা স্বস্তিতে আছে লাল-কালো বাহিনী। বিগত ম্যচে উমেশ যাদবের শেষ ওভারে ২৫ রান দেওয়ার ঘটনাতে চিন্তিত ব়য়্যালস শিবির। দলের দ্বিতীয় পেসারের এহেন প্রদর্শন যে বিপদ আনত পারে দলে তা নিয়ে অবগত তারা। তাছাড়াও দল অনেকটাই নির্ভর করে থাকে ক্যাপটেন কোহলি ও মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রির’ ওপর তাই এই দুই ব্যাটসম্যানকে আউট করে দিতে পারলেই যে কেল্লা ফতে হয়ে যাবে পাঞ্জাবের তা গোটা টিম ম্যানেজমেন্ট জানে। অন্যদিকে বিগত বেশ কয়েকটা ম্যাচে মহম্মদ সিরাজের বোলিং প্রদর্শন আশাহত করেছে ব্যাঙ্গালেরকে তাই আজকের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে জয় পেতে গেলে সব সমস্যার সমাধান করাটা আবশ্যক কোহলির। তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বোলারদের। বোলাররা যদি পাঞ্জাবের দুই ওপেনারের উইকেট প্রথমেই তুলে নিতে পারে তাহলে কাজটা সহজ হয়ে যাবে কোহলি, মোয়েন আলি ও ডি ভিলিয়ার্সেদের। তাই কিংস ইলেভেনের বিরুদ্ধে জয় পেতে গেলে যে আজকে ব্যাঙ্গালোরকে অত্যাধুনিক প্রদর্শন করতে হবে তা বলাই বাহুল্য। তার কারণ আজকে সকল ক্ষেত্রেই পাঞ্জাব কিন্তু এগিয়ে ব্যাঙ্গালোরের থেকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...