চলতি আইপিএলের চতুর্দশ ম্যাচে জয়পুরের সাওয়াই মনসিং স্টেডিয়ামে আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যাল্স। দুই পক্ষই এখনও তাদের প্রথম জয়ের সন্ধানে। তবে পরিসংখ্যান অনুযায়ী আজকের ম্যাচে এগিয়ে রয়েছে রাজস্থান তার কারণ
প্রথমত, রাজস্থানের হোম ম্যাচ তাই দর্শক বা সমর্থকদের একটা বাড়তি চাপ তো থাকছেই ব্যাঙ্গালোরের ওপর।
দ্বিতীয়ত, বিগত তিনটি ম্যাচ রাজস্থান হারলেও ব্যাঙ্গালোরের মত শোচনীয় পরাজয় তাদের হয় নি। প্রত্যেকটি ম্যাচে রাজস্থানের ব্যাটিং ভালোই ছিল শুধুমাত্র তাদের বোলাররা ঠিক মত প্রদর্শন করতে পারে নি বলেই পরাজয় ঘটে তাদের।
তৃতীয়ত, রাজস্থানের ব্যাটিং লাইনআপ কে প্রতিহত করার মত পেস বোলার নেই ব্যাঙ্গালোরের। যারা আছে তারা সেই ভাবে নিজেদের মেলে ধরতে পারে নি এখনও। অন্যদিকে ছন্দে নেই ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানরাও। প্রত্যেকটি ম্যাচে তাদের তাকিয়ে থাকতে হচ্ছে বিরাট কোহলি ও ডি ভিলিয়ার্সের ওপর। তাই উপরোক্ত সমস্যা গুলি যতক্ষণ না সমাধান করতে পারছে আরসিবি ততক্ষণ জয় পাওয়া কঠিন বিরাট কোহলিদের পক্ষে।