বিটকয়েন লেনদেনে নিষেধাঞ্জা জারি আরবিআই-এর

ভারতে আইকিউ অপশান, অলিম্প ট্রেডের মত  অ্যাপ যারা ব্যবহার করেণ তাঁদের জন্য দুঃসংবাদ। বিটকয়েনে লেনদেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিসার্ভ ব্যাঙ্ক ওফ ইন্ডিয়া। সম্প্রতি ১৮-১৯ এর আর্থিক বছরের জন্য প্রথম দ্বি মাসিক আর্থিক নীতি ঘোষণা করার সময়  আরবিআই কর্তৃপক্ষ এই ঘোষণা করেণ। তারা স্পষ্ট জানিয়ে দেন যে নতুন বছর থেকে বিটকয়েনের মাধ্যমে কোনো গ্রাহকের কাছ থেকে কোনো রকম লেনদেন করা হবে না ।

 বিগত বেশ কয়েক বছর ধরে ভারতের রাষ্ট্রেয়াত্ত ব্যাঙ্ক বিভিন্ন প্রকারে  সর্তকতা জারি করে। বার বার গ্রাহকদের বিটকয়েনের মাধ্যমে লেনদেনে আসন্ন বিপদের কথা জানায় । কোনো রকম কোনো ফল না পাওয়ায় অবশেষে বন্ধ করার সিদ্ধান্ত নিল আরবিআই।

এটা শেয়ার করতে পারো

...

Loading...