দেশজুড়ে এক বড় পদক্ষেপ নিল রিসার্ভ ব্যাঙ্ক (আরবিআই)! যাত্রীদের সুবিধার কথা ভেবে এবং মাথায় রেখে এই পদক্ষেপটি নিয়েছে তারা। কিন্তু কি সেই পদক্ষেপটি?
জানা গিয়েছে যে নগদের পাশাপাশি এবার গণ পরিবহণে থাকবে প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্টের সুবিধা। এবার থেকে বাস, ট্রেনের ভাড়া দেওয়া যাবে কার্ড, মানি ওয়ালেট কিংবা ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে। গত শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমে টাকা দেওয়ার জন্য অনুমোদিত ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং সংস্থাগুলিকে পিপিআই ইস্যু করার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে।
এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে যে সারা দেশে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমে দৈনিক ভিত্তিতে বহু যাত্রী চলাচল করেন। আর তাই দ্রুত সুরক্ষিত ও সহজ ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। আর এই সমস্ত যাত্রীদের জন্যই অবিলম্বে এই পরিষেবাটি চালু করার কথা বলেছে আরবিআই।
এছাড়া কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে যে এমডি-পিপিআই-এর অনুচ্ছেদ ১০.২ সংশোধন করেই এই আপডেট করা হয়েছে।
কিন্তু এই প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্টের সুবিধাটি আসলে কি? জানা গিয়েছে যে এই প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টের সহজ উদাহরণ হল মেট্রোর প্রিপেড পরিষেবা। অর্থাৎ আমরা যেমন মেট্রোতে আগে কার্ডে টাকা ভরে সহজে যাতায়াত করতে পারি, ঠিক সেইরকমই পরিষেবা পরিষেবা দেশের গণপরিবহণে চালু করতে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক।
তবে, প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বলতে, স্মার্ট কার্ড, ওয়ালেট,অনলাইন অ্যাকাউন্ট, পেপার ভাউচার, স্টাইপ কার্ডকেও বোঝানো হয়েছে এখানে। ঠিক যেমন -ফোনপে, গুগল পে, অ্যামাজন পে-কে আমরা পেমেন্ট ওয়ালেট হিসাবে ব্যবহার করি। এটাও সেইরকমই হবে বলেই জানা গিয়েছে।