বিশ্বকাপের পর থেকে ভারতীয় ড্রেসিংরুমে অনুপস্থিত মহেন্দ্র সিংহ ধোনি। এবার তার অবসর নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী স্বয়ং।
একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন আমার মনে হয় ওয়ান ডে ক্রিকেট থেকে খুব শীঘ্রই সরে দাঁড়াবে ধোনি। নিজের টেস্ট কেরিয়ার থেকে আগেই অবসর নিয়েছে ধোনি। এবার নিজের ওয়ান ডে কেরিয়ারও শেষ করতে পারে প্রাক্তন অধিনায়ক। টি-টোয়েন্টি বিস্বকাপেও ধোনির খেলা নিয়ে শাস্ত্রীর ইঙ্গিত আমার মনে হয় ধোনি এই বয়সে এসে শুধুমাত্র টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবে। তবে তার আগে নিশ্চয়ই আইপিএলে খেলে দেখে নিতে চাইবে খেলার মত পরিস্থিতিতে রয়েছে কিনা। আইপিএলে খেলার পরেই ধোনির ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারনা পাওয়া যাবে। তাই শাস্ত্রীর মতে কখনওই নিজেকে দলের ওপর চাপিয়ে দেবে না ধোনি। আইপিএলের পর ও পারফর্ম করতে না পারলে নিজেই সরে দাঁড়াবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
এখনও পর্যন্ত দেশের হয়ে ৩৫০টি ওয়ান ডে, ৯০টি টেস্ট, ৯৮টি টি-টোয়েন্টি খেলেছেন ধোনি। ২০০৭ সালে প্রথম্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ ভারত জেতে ধোনির অধিনায়কত্বে।