দৃষ্টিভ্রম যে কারো হতে পারে... সে শিশু হোক বা বৃদ্ধ... দৃষ্টিভ্রম এমন একটি ঘটনা যা একটি সামান্য জিনিসকে মূহুর্তে অসামান্য বানিয়ে ফেলতে পারে। সিম্পেল, হিডেন, আঁকা, ট্রিপ্পি, মুখ, চোখ, রং, প্রসপেক্টিভ, ডট, মাইন্ড ইত্যাদি নানা বিষয়ে হতে পারে দৃষ্টিভ্রম| হঠাৎ একটি ছায়াকে দেখে অন্য কিছু মনে হতেই পারে| একটি সাধারণ বাড়ির পেইন্টিং দেখে সেটাকে বিশেষ ডিজাইনিং বাড়ির মতো লাগতে পারে| দেখে নেব, কেমন হতে পারে এটি...
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মানুষের মনোযোগ তৈরী করেছে যা নিমেষে দৃষ্টিভ্রম করতে পারে আপনার| জানতে চান ভিডিওটিতে কি আছে?
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি প্রাণীকে মাথায় হাত বুলিয়ে আদর করা হচ্ছে, তবে প্রাণীটি দাঁড়-কাক নাকি কালো খরগোস সেটা নিয়েই সংশয়| কেউ কেউ বলছেন এটি কালো খরগোস তো কেউ কেউ বলছেন এটি কাক| প্রকৃতপক্ষে প্রাণীটি আদপে একটি দাঁড়-কাক।
I think there's something wrong with your rabbit. https://t.co/Llr6QQ6Nd1 pic.twitter.com/V4LHapsZD3
— Imgur (@imgur) August 17, 2019
এই ভিডিওটি টুইটারে ইমগুর(Imgur) থেকে প্রথম শেয়ার হয়, যা ৬৭৬ বার রি-টুইট, ২,০৩০টি লাইক ও ১০৩টি কমেন্ট পেয়েছে| এছাড়াও ১২.৯ মিলিয়ন 'ভিউস' পেয়েছে যা এই ভিডিওটি ভাইরাল হওয়ার চিহ্ন বহন করে|
সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো এই পোস্টটি ‘দান কুইন্টানা’(Dan Quintana) নামের একজন বিজ্ঞানী রি-টুইট করে লিখেছেন, একটি খরগোস তার নাকে আদর উপভোগ করছে| প্রায় ১০১ হাজার লাইক, ২৬ হাজার রি-টুইট ও ৫.৩ হাজার কমেন্ট পেয়েছে পোস্টটি|
Rabbits love getting stroked on their nose pic.twitter.com/aYOZGAY6kP
— Dan Quintana (@dsquintana) August 18, 2019
দেখে নিন এরকমই আরও কিছু দৃষ্টিভ্রমকারী ছবি বা ডিভিও, যা সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ হওয়া ভিডিওটির তালিকায় রয়েছে।
The optical illusion came to life, it's official, someone has a magic pen!!! pic.twitter.com/EDX84LTzT8
— Keisha Renee (@Broadwaybandit5) August 20, 2019
Here's my rabbit pic.twitter.com/KuSGNOAAQR
— Stan O'Connor (@TourguideStan) August 18, 2019
My duck does, too! But mostly she likes to glare at me over her shoulder when I pap her... pic.twitter.com/HMnEhMT1Wy
— Caz (@skippity_doo) August 19, 2019
No... This is a Raven! 🐱 pic.twitter.com/TW45ZJAxEP
— Mod the Cat, Esq. (@TheTweetOfMod) August 20, 2019
— Brainoscience (@brainoscience) August 18, 2019