গায়ক এবং সুরকার রথিজিৎ ভট্টাচার্য নিজের স্ত্রী শ্রেয়া ভট্টাচার্যের সাথে নতুন মিউজিক ভিডিও ' খোঁজে মন তোমার ইশারা ' এর উদ্বোধন করলেন বুধবার আই সি সি আর এ ।
এই প্রথম বার তিনি নিজস্ব মিউজিক ভিডিও প্রকাশ করলেন । কম্পোজিশন এবং অ্যারেঞ্জমেন্টও তারই । 'খোঁজে মন তোমার ইশারা' একটা রোমান্টিক ডুয়েট , যাতে কণ্ঠ দিয়েছেন স্বয়ং রথিজিৎ এবং তাঁর স্ত্রী শ্রেয়া ।গানটি রচনা করেছেন রথিজিৎ ভট্টাচার্যেরই সুযোগ্য ছাত্র কৃষ্ণেন্দু আচার্য । এদিন মিউজিক ভিডিও টির অনুস্ঠানিক প্রকাশে উপস্থিত ছিলেন জয় সরকার , অনিন্দ্য চট্টোপাধ্যায় , ইমন চক্রবর্তী , সপ্তক , দুর্নিবার , তীর্থ প্রমুখ ।
শ্রেয়ার ও রথিজিতের প্রথম দেখা হয় জী বাংলা ' সারেগামাপা ' এর মঞ্চে , সালটা তখন ২০০৬ । সেখান থেকেই শুরু তাঁদের একসাথে পথ চলার পালা। এই ভিডিও অ্যালবামটি যেন তাঁদের দুজনেরই ভালোবাসাময় জীবনের প্রতিফলন।
একসাথে পথ চলতে চলতে জীবনের নানা ঘাত প্রতিঘাতে হয়তো অনেক জটিলতা , ভুল বোঝাবুঝির প্রভাব পড়ে সেই সম্পর্কে । কিন্তু দিনের শেষে সব বাধাকে পেছনে ফেলে গিয়ে মাথা উঁচু করে দাঁড়ায় ভালোবাসা , নতুন করে বাঁধা পড়ে সেই দুটি মন। আর সেটাই হয় ভালোবাসার জয় । রথিজিতের ভিডিও অ্যালবামের গানটি এরকমই এক বার্তা বহন করছে।