সল্ট লেকের রথ যাত্রা

উত্তর কলকাতার সল্টলেক এলাকায় পালিত হল রথ যাত্রা। সল্টলেক টাউনশিপের ২৭ বছর উপলক্ষে পালন করা হয় এই উৎসব। ১৫ হাজার ভক্তের দড়ির টানে দীর্ঘ ৫ কিমি ধরে চলে রথ টানা। সঙ্গে ছিল বাংলা ও হিন্দি ভক্তিগীতির ওপর নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী শ্রী সুব্রত মুখার্জি, উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম সহ আরো অনেকে।  অনুষ্ঠানের আহ্বায়ক গোবিন্দ বেরিওয়াল জানান যে দীর্ঘ ৮ দিন ধরে পালন করা হবে এই অনুষ্ঠান যেখানে প্রত্যেকদিন ভক্তদের জন্য থাকবে প্রসাদ বিতরণ, প্রত্যেকদিন সকাল বেলা থাকবে চিনায়া মিশনের প্রবোচন ও সন্ধ্যাবেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২২জুলাই উল্ট রথ দিয়ে শেষ হবে এই উৎসব।

event-content (2)

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...